মোঃ আশরাফুল আলম, দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধি।- ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্ত্বরে নারী ও শিশু নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। নারী ও শিশু নির্যাতন বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর প্যানেল মেয়র মোঃ মামুনুর রশিদ চৌধুরী মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাখেন আবুল হাসেন, পৌর ছাত্রলীগের সভাপতি মুশফিকুর রহমান রিয়াদ, ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ। আয়োজনে ছিলেন, বীট পুলিশিং ২নং বীট (৪,৫,৬ ওয়ার্ড) ফুলবাড়ী পৌরসভা। এবারের প্রতিপদ্য বিষয় ছিল “নারী ধর্ষক ও নির্যাতন বন্ধ করি, নরী বান্ধব দেশ গড়ি”। এসময় ৪,৫,৬ নং ওয়ার্ডের সকল নারী পুরুষ ও স্থানীয় ব্যক্তিবর্গ এবং পুলিশিং কমিটির সভাপতি সাধারণ সম্পাদক, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী সহ সকলে উপস্থিত ছিলেন।
Leave a Reply