মোঃ আশরাফুল আলম, দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধি।- দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরে বিজিবি দিবস ২০২১ পালিত হয়েছে। সীমান্তের অতন্দ্র প্রহরী খ্যাত ২২৬ বছরের ঐতিহ্যবাহী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জাতির গৌরব ও আস্থার প্রতীক। বিজিবি’র রয়েছে সুদীর্ঘ ও সমৃদ্ধ ইতিহাস। মহান মুক্তিযুদ্ধে এ বাহিনীর বীরত্বপূর্ণ ভূমিকা আমাদের অনুপ্রেরণায় উৎস। ২৬ মার্চের প্রথম প্রহরে ইপিআরের সিগন্যাল সেন্টারের কর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা ওয়্যারলেস যোগে দেশের প্রতন্ত্য অঞ্চলে ছড়িয়ে দেন।
এ বাহিনীর প্রায় ১২ হাজার বাঙ্গালী সদস্য মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন এবং শক্রদের মোকাবিলা করে ৮১৭ জন শাহাদৎ বরণ করেন। কালের বিবর্তনে বর্ডার গার্ড বাংলাদেশ ১৭৯৫ থেকে২০২১ রামগড় লোকাল ব্যাটালিয়ন ১৭৯৫ থেকে ১৮৬০, ফ্রন্টিয়ারা গার্ডস ১৮৬১ থেকে ১৮৯০, বেঙ্গল মিলিটারী পুলিশ ১৮৯১ থেকে ১৯১৯, ইস্টার্ন ফ্রন্টিয়ারা রাইফেলস্ ১৯২০ থেকে ১৯৪৬, ঈস্ট পাকিস্তান রাইফেলস্ ১৯৪৭-১৯৭১, বাংলাদেশ রাইফেলস্ ১৯৭২ থেকে ১৯৯৬, বাংলাদেশ রাইফেলস্ ১৯৯৭ থেকে ২০০৯, এরপর নতুন নামে ২০১০ থেকে বর্তমান সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ নামে কাজ করছেন।
সোমবার (২০ ডিসেম্বর) ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শরীফুল্লাহ্ আবেদ (এসজিপি)’র আয়োজনে ফুলবাড়ী ২৯ বিজিবি’র সদর দপ্তরে যথাযথ মর্যাদায় বিজিবি দিবস-২০২১ পালিত হয়। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন, বিজিবি একটি সুশৃঙ্খল দল এবং সুশৃঙ্খল সীমান্তের অতন্দ্র প্রহরী। তাই বিজিবি দিন-রাত সীমান্তে চোরাচালান দমন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এ কারণে সারাদেশের ন্যায় এই বাহিনীর আজ যথাযোগ্য মর্যাদায় বিজিবি দিবস পালন করছি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন, বিরামপুর পৌরসভার চেয়ারম্যান অধ্যক্ষ আক্কাস আলী, ফুলবাড়ী সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ শামীমা আক্তার, বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এসএম ওয়াজেদ আলী সরদার, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম সহ বিরামপুর ফুলবাড়ীর সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যাংক-বীমা সহ অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, ফুলবাড়ী-বিরামপুরের সকল ইউপি সদস্য ও ফুলবাড়ী ২৯ বিজিবি পদস্থ সৈনিকগণ এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানের আয়োজনে ছিলেন ফুলবাড়ী ২৯বিজিবি।
Leave a Reply