উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক, মিডিয়া ব্যক্তিত্ব দেশের সফল চলচ্চিত্র প্রযোজক বীর মুক্তিযোদ্ধা আব্বাস উল্লাহ সিকদারের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারী) বগুড়া জেলা প্রতিনিধি বাধন কর্মকার কৃষ্ণে’র আয়োজনে শেরপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে দোয়া পরিচালনা করেন মাওলানা নজরুল ইসলাম।
বীর মুক্তিযোদ্ধা আব্বাস উল্লাহ সিকদারের স্মরণে আলোচনা সভায়, সাংবাদিক নাহিদ হাসান রবিনের সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম, পৌরসভার মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান পিএএ, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবাশীষ রায় প্রমূখ। এ সময় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফ, সাংবাদিক সবুজ চৌধুরী, জাহাঙ্গীর ইসলাম, শামীম সরকার বিদ্যুৎ, রাশেদুল হক, বাাদশা আলম, শফিকুল ইসলাম বাবলু, রঞ্জন কুমার দে, লিমন হাসান, উত্তম সরকার সৌরভ অধিকারী শুভ, শুভ কুন্ডু, ইফতেখার হোসেন, আবু বকর সিদ্দিক, বিমান মৈত্র প্রমুখ সহ বিভিন্ন পর্যাযের কর্মকর্তা, নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply