উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরে “বন্ধু সংগঠন” এসএসসি৯২ এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন এবং শীতার্ত ও দুঃস্থ পরিবারের মধ্য শীতবস্ত্র বিতরন করেছে সংগঠনের বগুড়া জেলার বিভিন্ন উপজেলা বসবাসরত বন্ধুরা। গত ৩ জানুয়ারি শেরপুরের সাউদিয়া পার্কে দুপুরে কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় এবং ওইদিন সন্ধ্যায় ও পরেরদিন ৪ জানুয়ারী সকালে প্রায় ১৫০ জন শীতার্ত অসহায় মানুষের মাঝে ৫০ টি কম্বল, ১০০ টি গায়ে দেওয়ার চাদর বিতরণ করা হয়েছে।
এসময় বন্ধু সংগঠনটির প্রায় ৩০জন বন্ধু উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরন কাজে অংশগ্রহন করে।
Leave a Reply