উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের কৃষ্ণপুর এলাকায় ৩০ নভেম্বর মঙ্গলবার রাতে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে দুই কলেজ ছাত্র সম্পদ (১৬) ও নাহিদ (১৮) ঘটনাস্থলেই নিহত হয়েছে।
জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত জাহিদুল ইসলামের ছেলে নাহিদ ও রিদয় ইসলামের ছেলে সম্পদ মির্জাপুর বাজারে ঘুরতে গিয়েছিল। বাজার থেকে রাত সাড়ে ৮ টার দিকে মোটর সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-বগুড়া মহাসড়কের কৃষ্ণপুর এলাকায় পৌছলে বগুড়া থেকে ঢাকাগামী একটি ১০ চাকার ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা দুই বন্ধু নিহত হয়।
Leave a Reply