বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরে বারদুয়ারী হাটের সাব ইজারাদারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে প্রকাশ্যে ব্যবসায়ী সেলিম তালুকদার ও তার স্ত্রী সন্তানকে মারধর করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ২০ এপ্রিল মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের খন্দকারপাড়া এলাকায় ঘটে। এ ঘটনা প্রেক্ষিতে দুই যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী সেলিম তালুকদার। তবে এ বিষয়টি নিয়ে উপজেলা যুবলীগের এক নেতার বাসায় মধ্যস্থতার চেষ্টা চলছে বলেও বিশ্বস্ত সুত্রে জানা গেছে। জানা যায়, পৌর শহরের খন্দকারপাড়ার আব্দুর রহমান তালুকদারের ছেলে ব্যবসায়ী সেলিম তালুকদার দীর্ঘদিন ধরে হাট বাজারের ইজারা ব্যবসা করে আসছে। এর প্রেক্ষিতে চলতি অর্থ বছরে শেরপুর পৌর বারদুয়ারী হাটের ইজারাদার শরিফুল ইসলাম শুভ’র কাছ থেকে চাউল মহলের রাজস্ব আদায়ের দায়িত্ব নেয় ব্যবসায়ী সেলিম। এদিকে সেলিম ওই বারদুয়ারী হাটের চাউল পট্টির দায়িত্ব পাওয়ায় শেরপুরের যুবলীগ নেতা মির্জাপুরের নুরু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম ও সোহাগসহ ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দিলে সেলিমকে ব্যবসা করতে দিবে বলেও হুমকী দেয়। এদিকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ২০ এপ্রিল মঙ্গলবার বেলা ১১টার দিকে সেলিম মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের অন্যত্র যাওয়ায় সময় যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম ও সোহাগসহ কয়েকজন তাকে এলোপাথারিভাবে মারধর করতে থাকে। এসময় সেলিমের স্ত্রী সন্তান এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে প্রাননাশের হুমকী-ধামকী দিয়ে চলে যায় যুবলীগনেতারা বলে ওই এলাকায় সিসিটিভি ফুটেজ(বর্তমানে ফেইসবুকে ভাইরাল) হয়েছে ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ বিষয়ে ব্যবসায়ী সেলিম তালুকদার বলেন, প্রথমে তার স্ত্রীর কাছে ৫লাখ টাকা ও পরে আমার কাছে ১০ টাকা চাঁদা দাবী করে। তাদের দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করলে তারা প্রকাশ্যে আমাদের মারধর করে। এ ব্যাপারে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের সাথে মোবাইল ফোনে কথা বললে মারামারি ও হাতাহাতি ঘটনার স্বীকার করলেও চাঁদাদাবীর বিষয়টি অস্বীকার করেন। এদিকে বারদুয়ারী হাট ইজারাদার সেখ সুমন বলেন, এ হাট ইজারা পাওয়ার পর থেকেই শহরের একদল চিহ্নিত সন্ত্রাসী চাঁদাদাবী করে আসছে। তাদেরকে চাঁদা না দিলে ওই হাটের রাজস্ব আদায়ে বাঁধা দিবে বলে হুমকী-ধামকী দিয়ে আসছে। এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, চাঁদাদাবীর ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply