উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- শিক্ষার আলো এখন প্রতিটি গ্রামগঞ্জে গেলেও অনেক পরিবার শিক্ষার আলোয় নিজেকে তৈরী করতে পারেনি। তাইতো এসব পরিবারের সদস্যরার অনেকটা সহজ সরল হয়ে থাকেন। সে কারণেই এ ধরণের জনগোষ্ঠিকে খুব সহজেই প্রতারণতার ফাঁদে ফেলতে পারে প্রতারক চক্ররা। সমাজে সুফি রূপধারী এসব প্রতারক শ্রেণীর লোকজনের খপ্পরে পড়ে সর্বস্ব হারাতে হচ্ছে অনেকেরই। এমনি এক কবিরাজ প্রতারকের খপ্পরে সর্বস্ব হারানোর ঘটনায় কবিরাজ আব্দুল হান্নানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বগুড়ার শেরপুর থানায়। কবিরাজ আব্দুল হান্নান উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামের মৃত এজাব উদ্দিনে ছেলে ও শুভগাছা দাখিল মাদ্রাসার সহকারি মৌলভী শিক্ষক।
১৭ ডিসেম্বর শুক্রবার রাতে এ অভিযোগটি দায়ের করেছে ছকিনা বেগম নামের এক ভূক্তভোগী। তিনি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ভানুডাঙ্গা গ্রামের মো. জুরান শেখের স্ত্রী।
ছকিনা বেগম প্রায় ৩মাস আগে তার অসুস্থ মেয়েকে কবিরাজি চিকিৎসার জন্য বগুড়ার শেরপুর উপজেলার শুভগাছা গ্রামের আব্দুল হান্নান কবিরাজের কাছে নিয়ে আসে। কবিরাজ ওই মা ও মেয়ের কাছে সবকিছু শুনে এবং দেখে বিমুগ্ধ হয়ে চিকিৎসা না করেই মেয়েটি ছবি মোবাইল ক্যামেরায় ধারণ করে নেয়। এতে ছবি উঠানোর কারণ জানতে চাইলে ওই কবিরাজ তার মেয়েটি সুন্দরী হওয়ায় তাকে বিয়ের বন্দোবস্ত করে দেয়ার কথা বলে এবং ‘মেয়েকে বিয়ে দিলেই সকল সমস্যা সমাধান হবে’ বলে করিবাজি চিকিৎসার ধ্যান মতে উল্লেখ করেন।
এরপর থেকেই কবিরাজ আব্দুল হান্নানের প্রতারণার ফাঁদের কার্যকর শুরু করে পাশর্^বর্তীপাড়ার বেড়ের বাড়ী গ্রামের ময়নুল ইসলাম নামের এক প্রতারককে ডেকে এনে চিকিৎসা নিতে আসা ছকিনাসহ অন্যান্যদের সাথে পরিচয় করে দেয়। এর ফলশ্রুতিতে কবিরাজের কথামতো ময়নুল ইসলাম কৌশলে তাদেরকে উপজেলার মহিপুর গ্রামের মো. আফসার আলীর ছেলে সাগর(২৪) কে বর সাজিয়ে ভূক্তভোগী ছকিনা বেগম দেখায় এবং তার সাথে বিয়ের ব্যবস্থা করে দেয়ার কথা পাকাপোক্ত করেন। এরপর ময়নুল ইসলাম ভূয়া বর দিয়ে বিয়ে দেয়ার নামে প্রতারণার পূর্বে ছকিনা বেগমের কাছ থেকে আসবাবপত্র ক্রমের জন্য ৬০ হাজার গ্রহন। পরে প্রতারক ময়নুল ছকিনার নিজবাড়ী ভানুডাঙ্গায় গিয়ে আসল স্বর্ণের টুকরো দেখিয়ে বিশ^স্ততা অর্জন করে। এক পর্যায়ে ময়নুল একটি পিতলের তৈরী পুতুল দিয়ে ২ লাখ টাকা চেয়ে বসেন। বিষয়টি ছকিনা বেগম কবিরাজ আব্দুল হান্নানকে জানালে তিনিও পুতুলটি সোনার বলে দাবী করেন। এর প্রেক্ষিতে তিনি তাদের গরু-ছাগল বিক্রি করে প্রতারকচক্রদের হাতে নগদ ২লাখ টাকা প্রদান করে এবং পুতুলটি নিয়ে স্বর্ণের গহনা বানাতে জুয়েলারী দোকানে যায় এবং সেখান থেকে পুতুলটি স্বর্ণের নয় বলে প্রমানিত হয়। এর প্রেক্ষিতে ছকিনা বেগম প্রতারক ময়নুল হোসেনের বাড়ী এসে তাকে বললে, সে তৎক্ষনাৎ পুতুলটি ফেরত নিয়ে আগামী অগ্রহায়ন মাসে সমদূয় টাকা ফেরত দিবে মর্মে প্রতিশ্রুতি দেয়।
সে মোতাবেক শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে প্রতারক ময়নুল হোসেন ও কবিরাজ আব্দুল হান্নানের কাছে টাকা চাইতে গেলে তারা অকথ্য ভাষায় গালিগালাজসহ খুন-জখমের হুমকী দেয় ভূক্তভোগীসহ তার পরিবারকে। এ ঘটনায় ১৭ ডিসেম্বর শুক্রবার ছকিনা বেগম বাদী হয়ে ওই প্রতারক কবিরাজসহ ৩জন বিবাদী করে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে ভূক্তভোগী ছকিনা বেগম বলেন, এসেছিলাম মেয়েকে কবিরাজী চিকিৎসার জন্য, কিন্তু প্রতারক কবিরাজ হান্নানের চিকিৎসা নামক প্রতারনার শিকার হয়ে আমার সর্বস্ব খুইয়ে নিঃস্ব হয়ে গেছি। অভিযোগটি অস্বীকার করে কবিরাজ আব্দুল হান্নান বলেন, ভূক্তভোগী যে অভিযোগ এনেছে, তা আদৌ সত্য নয়। এটা গ্রামের কিছু লোকের ষড়যন্ত্র। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তসাপেক্ষে আইনী ব্যবস্থা করা হবে।
Leave a Reply