বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন

বগুড়ায় শ্যালক দুলাভাই গ্রেফতার  

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ২৩৫ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শিবগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম স্বপ্নাকে মোবাইল ফোনে গালিগালাজ করার অভিযোগে দুই শ্রমিককে আটক করেছে পুলিশ। জানা যায় সর্ম্পকে তারা শ্যালক ও দুলাভাই। জানা যায়, (১৭ মে) সোমবার রাত ১১টায় উপজেলার মহাস্থান মাজারের গেট থেকে অভিযুক্তদের শিবগঞ্জ থানা পুলিশ আটক করে। আটককৃতরা হলেন-উপজেলার বিহার বন্দরের জাহিদুল ইসলামের পুত্র এহসান রহিম রবিন (৩৮) ও মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত কছিম উদ্দিনের পুত্র আবদুর রহমান (৪০)। তারা দুজনই মহাস্থানগড় এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে ওই এলাকায় দিনমজুরের কাজ করতেন। এ প্রসঙ্গে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সোমবার বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে উম্মে কুলসুম স্বপ্না যোগদান করেন। এহসান রহিম রবিন নামের ওই যুবক রাত ১০টার দিকে এবং তার প্রতিবেশী ভগ্নিপতি আবদুর রহমানের মোবাইল ফোন ব্যবহার করে নবাগত ইউএনওকে অশ্লীল ভাষায় গাজিগালাজ করেন এবং হুমকি দেন। ইউএনও পরে এ বিষয়ে ব্যবস্থা নিতে তাকে নির্দেশের আলোকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান নিশ্চিত হয়ে মাত্র ৪৫ মিনিটের মধ্যে অভিযান চালিয়ে ওই শ্যালক দুলাভাইকে আটক করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com