জুয়েল সরকার ও ছাত্তার রতন।– রংপুরের পীরগঞ্জ উপজেলা থেকে প্রকাশিত সংবাদপত্র বজ্রকথার আয়োজনে ৩০ মার্চ /২৪খ্রি: শনিবার বিকেল ৩ ঘটিকার সময় এসোসিয়েশন ফর সাউথ এশিয়ান কালচার এন্ড লিটারেচার (এফসাকল) এর মানিক সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
বজ্রকথা সংবাদপত্রের সভাপতি ও ডিএসসি বিজনেস কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান এ জেএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অতিথি ছিলেন, এফসাকল বাংলাদেশের সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান আজাদ। এতে বক্তব্য রাখেন এফসাকল এর প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারী কবি সুলতান আহমেদ সোনা, এফসাকল বাংলাদেশের সহ-সভাপতি আবু আজাদ বাবলু, সহ সম্পাদক আসাদুল্লাহেল গালেব, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, বজ্রকথা সংবাদপত্রের উপ-সম্পাদক সহকারী অধ্যাপক লুৎফর রহমান সাজু, সাংবাদিক রানা জামান, ওমেন্স ফোরামের সম্পাদক রনী রাণী মহন্ত, সদস্য শেফালী রাণী, প্রচার সম্পাদক তৌহিদা বেগম, আশিকুর রহমান জয়, যোগাযোগ সম্পাদক পূর্নীমা রাণী মহন্ত, ইউথ ফোরামের সদস্য জুয়েল সরকার, আব্দুস ছাত্তার রতন, মোস্তাফা জামান , তারিকুল ইসলাম, খুরশিদ আলম, মিজানুর রহমান, সম্প্রীতির উঠোন কমিটির সম্পাদক বিনয় চন্দ্র মাস্টার। শেষে মোনাজাত পরিচালনা করেন মুহাদ্দীস আব্দুল্লাহ আল মাসুদ।
এদিন সভায় বার্ষিক কর্মসূচী উপস্থাপন করা হলে তা সর্ব সম্মতিতে গৃহীত হয়। সভার সভাপতি এদিন এফসাকল এর ১০ কর্মীকে শুভেচ্ছা স্মারক প্রদান করে সভার সমাপ্তি ঘোষণা করেন। পরে সকলের মধ্যে ইফতারী প্রদান করা হয়।
Leave a Reply