পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক বজ্রকথা পত্রিকার ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে জন্মদিন পালন করা হয়েছে।
৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জের ডিএসসি বিজনেস কোম্পানী লিঃ এর হলরুমে বজ্রকথা সংবাদপত্রের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বর্ষপূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপদেষ্টা মন্ডলীর সভাপতি, ডিএসসি বিজনেস কোম্পানী লিঃ এর চেয়ারম্যান এ জে এম সিরাজুল ইসলাম সিরাজ।
এতে সাপ্তাহিক বজ্রকথা সংবাদপত্রের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বাশিস পীরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আবু আজাদ বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বজ্রকথা’র প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক কবি সুলতান আহমেদ সোনা, বজ্রকথা উপদেষ্টা, চেতনা পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, বজ্রকথার উপদেষ্টা বালুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাদেকুল ইসলাম, উপদেষ্টা আফছার আলী, উপদেষ্টা মনোয়ার হোসন তালুকদার, বিকে টিভি এন্টারটেইনমেন্টের অনুষ্ঠান সংগঠক এমজি ফরহাদ মিয়া, এফসাকল এর সদস্য প্রভাষক নজরুল ইসলাম তুহিন, প্রভাষক আবিদা সুলতানা সাগরিকা, এফসাকল এর সম্প্রীতির উঠোন সভাপতি তরণী কান্ত মন্ডল, ডিএসসির ম্যানেজার মোঃ রওশন মিয়া, বজ্রকথার উপদেষ্টা সদস্য আব্দুল ওয়াহেদ মিয়া, শেফালী রাণী, লিটন মার্ক লাকড়া,কোরআনের জ্যোতির উপস্থাপক মুহাদিস আব্দুল্লাহ আল মাসুদ, জাহাঙ্গীরাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবি আশরাফুল ইসলাম রাঙ্গা, কবি মিজানুর রহমান, মোঃ মারজু মিয়া, সাংবাদিক আব্দুল করিম সরকার, সাংবাদিক শাহ্ মোঃ রেজাউল করিম, সাজেদুল ইসলাম মুকুল, বাবু আনন্দ চন্দ্র মহন্ত প্রমুখ।
এ সময় সাংবাদিক বেলায়েত হোসেন সরকার, মোস্তফা জামান, তারিকুল ইসলাম, ক্যামেরা ম্যান মুন্নাসহ স্থানীয় সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা দেশ ও জাতি গঠনে সাপ্তাহিক বজ্রকথা’র অবদান তুলে ধরেন এবং বজ্রকথা’র সাফল্য কামনা করেন। এদিন বিকে টিভি এন্টারটেইনমেন্টর ৩ বছর পদার্পণে বর্ষপূর্তি পালন করা হয়।
উল্লেখ্য সাপ্তাহিক বজ্রকথা সংবাদপত্র ১৯৯৪ সালের ৭ সেপ্টেম্বর রংপুরের পীরগঞ্জ উপজেলা থেকে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করে।
Leave a Reply