বজ্রকথা প্রতিনিধি।– পীরগঞ্জ উপজেলার সমবায় কর্মকর্তা মোছা: মাহফুজা বেগমকে বদলী করা হয়েছে।
মাহফুজা বেগম রংপুরের পীরগঞ্জ উপজেলায় দীর্ঘ সময় কর্মরত ছিলেন। গত ২৮ নভেম্বর/২৪খ্রি: বৃহস্পতিবার পীরগঞ্জে ছিল তার শেষ কর্ম দিবস।
জানা গেছে এই কর্মকর্তা ২০১৫ সালের ২৯ জানুয়ারী উপজেলা সববায় অফিসে যোগদান করেছিলেন। তিনি প্রায় ১০ বছর পীরগঞ্জ উপজেলায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তার নতুন কর্মস্থল রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা।
উল্লেখ্য- এই কর্মকর্তা পীরগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন কালে ২০০ সক্রিয় সমবায় সমিতির প্রায় লক্ষাধীক সদস্যের স্বার্থ রক্ষাসহ তাদের উন্নয়ন উন্নতি সমৃদ্ধির চেষ্টা করেছেন। সকলের সাথে ছিল তার চমৎকার সম্পর্ক। তার সময়ে উন্নত জাতের গাভী পালন প্রকল্প গড়ে তোলা ও সুবিধা বঞ্চিত মহিলাদের ঋণ প্রদান । চতরা ও পাঁচগাছী ইউনিয়নের ২০০ মহিলা এই প্রকল্প থেকে উপকৃত হয়েছে। এছাড়াও পাল পাড়া মৃৎ শিল্প, ডি এসসি সমবায় সমিতি, সোনার বাংলা কৃষি সমবায় সমিতি, এসো গড়ি সমাজ সমবায় সমিতি, বাঘের বাজার কৃষি সমবায় সমিতি, একবারপুর মধ্যপাড়া সমবায় সমিতি, নীল দরিয়া মৎস্যজীবী সমবায় সমিতির মত সফল সমিতি গঠন তার উল্লেখযোগ্য কাজ ।
মাহফুজা বেগম নতুন কর্মস্থলে যাওয়ার সময় অনেকের সাথে দেখা করতে পারেনি বলে দু:খ প্রকাশ করেছেন। তিনি সকলের কাছে দোওয়া চেয়েছেন।
Leave a Reply