নিজস্ব প্রতিনিধি।- আজ ১৬ অক্টোবর বিকাল ৩ টায় উৎসর্গ ভবনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর মহানগরের ২০তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলার সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃসিহাব। নতুন কমিটিকে সংগঠনের শপথবাক্য পাঠ করান ছাত্র ইউনিয়ন, রংপুর জেলা সংসদের সভাপতি জিয়াউর রহমান জিয়া।
সম্মেলনে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর মহানগরের নাহিদ হাসান- সভাপতি এবং আবির ইয়ামান সাধারণ – সাধারণ সম্পাদক পদে মনোনিত হয়েছেন। এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি জুলফিকার আলী বাঁধন,
সহ সভাপতি গোবিন্দ চন্দ্র রায়, সহ: সাধারণ সম্পাদক- নিলয় সরকার, সাংগঠিক সম্পাদক- বিপ্লব হাসান জনি, কোষাধ্যক্ষ- মাহিন আল দ্বীন , দপ্তর সম্পাদক- রিয়াজুল ইসলাম রিয়াদ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক- সামছুর রহমান সৈকত, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক- মনিরুজ্জামান জিহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক- আল শাহরিয়ার ইসলাম সাগর, ক্রীড়া বিষয়ক সম্পাদক- রবিউল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- জিহাদ রহমান, সদস্য- সাফিন ও ফাহিম।
সম্মেলনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন-এর অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply