জেলা সংবাদদাতা।- বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য, রংপুর আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও রংপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সহ-সভাপতি, সাবেক যুগ্ম আহবায়ক, রংপুর কোর্টের বিশিষ্ট আইনজীবি, মিঠাপুকুরের কৃতি সন্তান পিপি মরহুম এ্যাড. বদরুল ইসলাম চুন্নুর ১০ম মৃত্যু বার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের সহধর্মিনী ফৌজিয়া খানম কনা তার স্বামীর জন্য রংপুরসহ দেশবাসীর দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, ২০১১ সালের ১১ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ঢাকায় মিটিং শেষে ফেরাত পথে গাইবান্ধার পলাশবাড়িতে সড়ক দুর্ঘটনার শিকার হন তৎকালীন জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মাসুদ খান ও যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট বদরুল ইসলাম চুন্নু। সে দিন ঘটনাস্থলেই মারা যান মাসুদ খান। আর গুরুতর আহত অবস্থায় এ্যাডভোকেট বদরুল ইসলাম চুন্নুকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ২৯ জুলাই তিনি মারা যান।
Leave a Reply