মোঃ আসাদুজ্জামান রিপন পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধি।- ইসলামে হিজরি সন ও তারিখের গুরুত্ব অপরিসীম। কারণ মুসলিমদের রোজা, হজ্জ, ঈদ, শবেবরাত, শবেকদর, শবে মিরাজসহ ইসলামের বিভিন্ন বিধি বিধান ইসলামি আরবি সনের ওপর নির্ভরশীল। ইসলামি আরবি বর্ষপঞ্জিকার সাথে জড়িয়ে আছে আমাদের প্রিয় নবীজি (সাঃ) এঁর হিজরতের স্মৃতি, তাই যুগ যুগ ধরে মুসলমানদের কাছে হিজরি সাল এক সময় বেশ গুরুত্বপূর্ণ হলেও আজকাল তা কেবল রমজান ও ঈদের হিসাব রাখার মধ্যে সীমিত হয়ে আছে। দূঃখজনক হলেও সত্য যে, হিজরি সনের শুভাগমন উপলক্ষ্যে হইচই নেই, নেই কোনো প্রিন্ট মিডিয়া , ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিশেষ কোনো আয়োজন। অথচ হিজরি নববর্ষকে গুরুত্ব সহকারে পালন করাই ছিল মুসলিম প্রধান দেশের কাম্য।
Leave a Reply