সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন

বিদেশ ফেরত বুলবুলি পেল ব্র্যাক থেকে গাভী ও বাছুর

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১২৭ বার পঠিত

পীরগঞ্জ(রংপুর) থেকে  বজ্রকথা প্রতিবেদক।-রংপুর জেলাধীন পীরগঞ্জ উপজেলার ধুলগাড়ী গ্রামের বুলবুলি বেগম ৪৫ বিদেশ গিয়েছিল কাজ করতে, গৃহকর্মী হিসেবে  করোনার কালে সে দেশে ফেরত এসেছে।

বুলবুলি টাকা পয়সা খরচ করে ভাগ্যবদলের আশায় বিদেশ গেলেও ফেতর এসেছে খালি হাতে। তারপর হতাশার মধ্যে পার করেছে ৭টি বছর।

এমন সময় স্বামী –সংসার নিয়ে যখন সংকটের নদীতে হাবুডুবু খাচ্ছিল বুলবুলি, ঠিক তখনি তার জন্য সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে ব্র্যাক মাইগ্রেশন প্রজেক্ট।

এরই মধ্যে ব্র্যাক মাইগ্রেশন প্রজেক্টের পক্ষ থেকে বুলবুলি বেগমকে  ৭৫ হাজার টাকা দিয়ে, কিনে দেয়া হয়েছে একটি বাঁছুরসহ গাভী ।

গত ১৯ মে/২৪ খ্রি: রবিবার পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে গাভীটি হস্তান্তর করেছেন, শাহ্ মোঃ খায়রুল হাসান,এম আরএসসি কো-অর্ডিনেটর, মোঃ হুমায়ুন কবির সেক্টর স্পেশালিস্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন, প্রবাসবন্ধু ফোরামের সভাপতি বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক কবি সুলতান আহমেদ সোনা।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ জাকারিয়া হোসেন, প্রোগ্রাম অর্গানাইজার, মাইগ্রেশন প্রোগ্রাম ব্র্যাক,বাংলাদেশ প্রেস ক্লাব পীরগঞ্জ শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেন সাংবাদিক তারিকুল ইসলাম, মোস্তফা জামান প্রমুখ। গাভী পেয়ে বুলবুলি ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com