বিরামপুর দিনাজপুর থেকে মোঃ আবু সাঈদ।-দিনাজপুরের বিরামপুর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন প্রেমিক লম্পট উধাও।
(১২ ফেব্রুয়ারি) বুধবার সরেজমিনে বিরামপুর পৌর শহরের দেবীপুর বনখঞ্জা গ্রামে গিয়ে দেখা যায়, শ্রী নয়নের মেয়ে শ্রীমতী সিমলার সাথে একই গ্রামের শ্রী ব্রজেন চক্রবর্তী এর ছেলে শ্রী মেঘনাথ চক্রবর্তী (২৫) বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে জড়িয়ে সিমলার সাথে অবৈধ মেলামেশা করে আসছে এরই ধারাবাহিকতায় গত ৯ ফেব্রুয়ারি সন্ধায় শ্রী মেঘনাথ চক্রবর্তী সিমলাকে ফুঁসলিয়ে পার্শ্বে মেঘনাথের মামা আপন (৪৫) এর ফাকা বাড়িতে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে, এসময় সিমলা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এলে লম্পট প্রেমিক মেঘনাথ পালিয়ে যায়। এলাকাবাসী সিমলা কে উদ্ধার করে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়, সেই থেকে লম্পট মেঘনাথ পালিয়ে আছে তার কোন খোঁজ পাচ্ছে না এই মর্মে গত ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার মেঘনাথের বাড়িতে বিয়ের দাবিতে অনশন কর্মসূচি পালন করে। সিমলার বাবা বাদী হয়ে বিরামপুর থানায় লিখিত অভিযোগ করেছে।
Leave a Reply