শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

বিরলে এক মুক্তিযোদ্ধার ধান ক্ষেতে রাসায়নিক দ্রব্য প্রয়োগে নষ্ট করেছে প্রতিপক্ষরা

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ৪৫৪ বার পঠিত

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।- চতুর্দিকে সবুজ ফসলের মাঠ ভরা ক্ষেত। কিন্তু সে ফসলের মাঝেই রোপনের কিছুদিন পরই জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা ক্ষতিকর রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে সবুজ ফসলে ভরা ক্ষেতকে সোনালী (পাকা আবরণ) করে দিয়েছেন। বিরলের ধর্মপুর ইউপি’র বনগাঁও গ্রামে বীরমুক্তিযোদ্ধা হাসান আলীর প্রায় দুই বিঘা জমিতে রোপনকৃত আমন ধান ক্ষেত রাসায়নিক দ্রব্য প্রয়োগে নষ্ট করে অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে প্রতিপক্ষরা। ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। থানা পুলিশ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস ব্যক্ত করেছেন।
থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ধর্মপুর ইউপি’র বনগাঁও (গাডাংপাড়া) গ্রামের মৃত হাজী জসিম উদ্দীনের পুত্র বীরমুক্তিযোদ্ধা হাসান আলী দলিল ও আদালত কর্তৃক দখলমূলে বনগাঁও মৌজার ১১৭ নং খতিয়ানভূক্ত ২১৭৬ ও ২১৭৮ নং দাগে ৮৩ শতক জমি ভোগ দখল করছেন। এবার চলতি আমন মৌসুমে সে জমিতে প্রতিবেশিদের ন্যায় তিনিও আমন ধান রোপন করেছেন। উক্ত জমিতে রোপনকৃত আমন ধান ক্রমেই প্রতিবেশিদের ফসলের সাথে বেড়ে উঠছিল। সবুজ এর সমারোহে আপন মহিমায় ভবিষ্যতে ফসল ঘরে তোলার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন মুক্তিযোদ্ধার পরিবারটি। কিন্তু বাঁধ সাধে পত্রিপক্ষদের। প্রতিপক্ষ একই ইউপি’র কামদেবপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র আনোয়ারুল ইসলাম, জিয়াউর রহমান ও হেমায়েতুল্ল্যা, মৃত হাসান আলীর পুত্র সাকির আলী ও নাজিম উদ্দিন, বনি ইসরাইল বন্নির পুত্র মহিদুর ইসলাম, কলমদরের পুত্র সাইদুর রহমান, ভুট্টু মিয়া ও মজিবর রহমান, মৃত সেকেন্দার আলীর পুত্র জাকারিয়া ও তাঁর পুত্র রুবেল হোসেন, জালাল উদ্দীনের পুত্র মেহেরুল ইসলাম, মৃত ইসমাইল হোসেন মাষ্টার এর পুত্র মোজাম্মেল হক গংরা ৭ আগস্ট শুক্রবার রাত্রী আনুমানিক ১১ টা হতে ৮ আগস্ট শনিবার সকাল ৭ টার মধ্যে ক্ষতিকর রাসায়নিক পদার্থ (তরল ঘাস মারার বিষ) প্রয়োগে ধান ক্ষেতটি নষ্ট করে আনুমানিক ৫৫ হাজার টাকার ক্ষতিসাধন করেছে। পরবর্তীতে স্থানীয় স্বাক্ষীদের ডেকে ঘটনার বিস্তারিত জেনে ও আলোচনা করে ৯ আগস্ট রবিবার বিরল থানায় বীরমুক্তিযোদ্ধা হাসান আলী বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। থানার অফিসার ইনচার্জ তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণে বাদীকে আশ্বস্ত করেছেন। এব্যাপারে বীরমুক্তিযোদ্ধা হাসান আলী দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com