নিজস্ব প্রতিবেদক।- আধুনিক ব্যাংকিং-এর সকল সুবিধায় দিনাজপুরের বিরল উপজেলায় ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট এর উদ্বোধন করা হয়েছে।
৪ জানুয়ারি ২০২২ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার থানা রোড সংলগ্ন ফিরোজা লজ এন্ড মার্কেটের ২য় তলায় দিনাজপুর-১ (কাহারোল-বীরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করেন। এরপর তিনি উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিরল উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) আব্দুল ওয়াজেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রমাকান্ত রায়, অগ্রণী ব্যাংকের সাবেক ম্যানেজার দেলোয়ার হোসেন, দিনাজপুর এসএমই/কৃষি শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আব্দুস সোবাহান, বিরল থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম, ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসক ডিসি রায়, বিরল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, বীরগঞ্জ উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, জেলা পরিষদের সদস্য আতাউর রহমান বাবু। স্বাগত বক্তব্য দেন ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্ট অফিসার মো. শামসুল কবীর। ধন্যবাদ জ্ঞাপন করেন ব্র্যাক ব্যাংক বিরল এজেন্ট ব্যাংকিং আউটলেটের এজেন্ট মো. ফজিবর রহমান বাবু।
প্রধান অতিথির বক্তব্যে মনোরঞ্জন শীল গোপাল বলেন, দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে তারা উপার্জিত অর্থ দিয়ে তাদের দৈনন্দিন জীবিকা নির্বাহর পাশাপাশি ব্যাংক মুখি হচ্ছেন। তিনি বলেন, ব্র্যাক ব্যাংক মানুষের মনের আস্থায় পরিণত হয়েছে। দিনাজপুরের বিরল উপজেলায় এই এজেন্ট ব্যাংকিং মানুষের আস্থার জায়গাটি অটুট রাখবে বলে আমি বিশ্বাস করি। তিনি বলেন, টেলার বা ক্যাশিয়ারের পরিবর্তে বৈধ এজেন্সি চুক্তির অধীনে এজেন্ট নিযুক্ত করার মাধ্যমে ব্যাংকিং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির কাছে সীমিত পরিসরে ব্যাংকিং ও আর্থিক সেবা প্রদানই হলো এজেন্ট ব্যাংকিং। আউটলেটের মালিক একটি ব্যাংকের পক্ষে ব্যাংকিং লেনদেন সম্পন্ন করে থাকে।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ব্র্যাক ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply