রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

বিরামপুরে অসহায় ও প্রতিবন্ধিদের হুইলচেয়ার ও আর্থিক অনুদানের চেক বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ১৭৩ বার পঠিত

এবিএম মুছা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।-দিনাজপুরের বিরামপুরে উপজেলা সমাজসেবা,মহিলা বিষয়ক কার্যালয় ও উপজেলা পরিষদের রাজস্ব খাত হতে ২০২০-২০২১অর্থ বছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ক্যান্সার,কিডনী, লিভার, সিরোসিস,ষ্ট্রোক প্যারালাইড,জন্মগত হৃদরোগ ও থেলাসেমিয়া রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক,হুইলচেয়ার,ঢেউটিন, ফ্যান, সেলাই মেশিন সহ নানা সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত ১১(জুলাই) বিকেলে উপজেলা কনফারেন্স সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিমল কুমার সরকার এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন-প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মেজবা,মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু ও নাড়ু গোপাল কুন্ডু, সিনিয়র সহকারী পুলিশ সুপার একেএম ওয়াহেদুন নবী,সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, প্রেসক্লাবের সভাপতি শাহীনুর আলম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ,উপজেলা আওয়ামীলীগ ও সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ২০২০-২০২১ অর্থ বছরে বরাদ্দকৃত একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নের আর্থিক সহায়তার চেক ১০ জনকে ৫০ হাজার টাকা করে ৫ লক্ষ টাকা, প্রতিবন্ধীেদের মাঝে হুইল চেয়ার ৩০টি, অসহায় ও গরীবদের মাঝে ঢেউটিন ৪০ ব্যান, নারীদের সাবল্বী করতে সেলাই মেশিন ৩৫ টি, শিশু কিশোরদের ফুটবল খেলায় উদ্ধুর্ধ করতে ৩০০টি বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com