নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুরের বিরামপুর উপজেলায় পল্লীশ্রী’র আয়োজনে জেন্ডার সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণ এবং আদর্শিক মুল্যবোধ তৈরী বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠিত হয়েছে।
৯ নভেম্বর সোমবার উপজেলার জাহানারা কনফারেন্স সেন্টারে পল্লীশ্রী’র আয়োজনে ক্রিয়েটিং স্পেসেস প্রকল্পের সহযোগিতায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপণীতে আলোচনায় অংশ নেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, থানার এসআই নুর আলম সিদ্দিকী।
প্রশিক্ষণ কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পল্লীশ্রীর ক্রিয়েটিং স্পেসেস প্রকল্পের প্রজেক্ট কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম। আলোচনায় বক্তারা বলেন, নারী কোনভাবে নির্যাতন হলে থানায় মামলা করার প্রয়োজন হলে সর্বাত্বক সহায়তা করা হবে। বাল্যবিয়ের খবর পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, গত ৮ নভেম্বর শুরু হয়ে ৯ নভেম্বর শেষ হওয়া পর্যন্ত উক্ত প্রশিক্ষণ কর্মসূচীতে বিরামপুর উপজেলার ৪টি ইউনিয়নের ক্রিয়েটিং স্পেসেস প্রকল্পের কমিউনিটি ও ইয়ুথ দলের ২৫ জন সদস্য অংশ নেন। কর্মশালায় জেন্ডার, জেন্ডার ভুমিকা, সামাজিকিকরণ প্রক্রিয়া, নারীর ক্ষমতায়ন, নেতৃত্ব, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সেবাদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
Leave a Reply