এবিএম মুছা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।- বিরামপুরে পিকআপ চাপায় রবিবার (২ জানুয়ারি) সকালে এক শবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, বিরামপুর উপজেলার কাটলা বাজারের শবজি ব্যবসায়ী রজিব উদ্দিন (৫৫) বিরামপুর থেকে শবজি কিনে ভ্যান যোগে ফিরছিলেন। পৌর শহরের দোয়েল মোড়ে একটি পিকআপ গাড়ী ঐ ভ্যানকে ধাক্কা দিলে শবজি বিক্রেতা ভ্যান থেকে পিকআপের নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হন। তাকে বিরামপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাব্বির ইবনে মঞ্জুর তাকে মৃত: ঘোষণা করেন। নিহত রজিব কাটলা ইউনিয়নের অভিরামপুর গ্রামের মৃত: ছইমদ্দিনের ছেলে। ওসি সুমন কুমার মহন্ত বলেন, নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হচ্ছে।
Leave a Reply