এবিএম মুছা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।- প্রতিষ্ঠার দেড় বছরের মধ্যে এক হাজার জনকে রক্ত প্রদান এবং ৮ হাজার রক্ত দাতা সংগ্রহ উপলক্ষ্যে বিরামপুর ব্লাড ব্যাংকের আলোচনা সভায় প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের এম,পি শিবলী সাদিক এই সংগঠনকে এক লাখ টাকা প্রদান করে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন।
বিরামপুর সরকারি কলেজ হলরুমে অধ্যক্ষ ফরহাদ হোসেনের সভাপতিত্বে মঙ্গলবার (১৮ জানুয়ারি) সভায় বক্তব্য রাখেন, দিনাজপুর-৬ আসনের এম,পি শিবলী সাদিক, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুণ্ডু, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিহুর রহমান, ব্লাড ব্যাংকের এডমিন প্রিন্স প্রমুখ।
Leave a Reply