এবিএম মুছা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।- বিরামপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শতাধিক নারী পুরুষ নিয়ে নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ) জমি-জমা সংক্রান্ত সমস্যা সমাধানে ভ’মি অফিসে যোগাযোগ বিষয়ে সেমিনার করেছে।
শহরের বেলডাঙ্গা ক্যাথলিক চার্চ অডিটরিয়ামে শনিবার (১৮ ডিসেম্বর) উপজেলা আদিবাসী ফেডারেশনের সভাপতি কেরোবিন হেমরমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার। বক্তব্য রাখেন, দিনাজপুর জজ কোর্টের আইনজীবি অ্যাডভোকেট হামিদুর রহমান, উপজেলা এনজিও ফোরামের সাধারণ সম্পাদক এনামুল হক, এনডিএফ’র কেন্দ্রীয় লিগ্যাল প্রমোটর সেবাসটিয়া হেমরম, বিরামপুর উপজেলা ম্যানেজার খায়রুল ইসলাম, উপজেলা আদিবাসী ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বনাথ তিরকী প্রমূখ। সেমিনারে অংশ গ্রহণকারীরা জমি-জমা সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা উপস্থাপন করেন এবং অতিথিবৃন্দ তা সমাধানে করণীয় বিষয়ে আলোচনা করেন।
Leave a Reply