সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০১:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

বীরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ২০৪ বার পঠিত

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের বীরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৪টি পরিবারের মাঝে প্রশাসন ও আওয়ামী লীগের দলীয় ভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।
দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের উদ্যোগে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহযোগিতায় শনিবার বিকেলে উপজেলার ভোগনগর ইউনিয়নের গোপালপুর বানিয়াপাড়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারে নগদ ৫ হাজার টাকা হারে ৭০হাজার টাকা, ২০কেজি হারে ২৮০ কেজি চাউল, ২কেজি হারে ২৮কেজি ডাল, ২লিটার হারে ২৮ লিটার তেল ও কম্বল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।
বিতরন অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ডালিম সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান মিজান প্রধান, ভোগনগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান পান্না, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজিউর রহমান রাজু, ইউপি সদস্য কার্ত্তিক চন্দ্র রায়, ভোগনগর ইউনিয়ন যুবলীগের নেতা সাদ্দাম হোসেন ও অন্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া জাকা দলের পক্ষ থেকে ভোগনগর ইউনিয়নে গত সোমবার বিকেলে গোপালপুর গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারে নগদ টাকা, খাদ্য সামগ্রী ও শাড়ী-লুঙ্গী বিতরণ করেন। বিতরনকালে বীরগঞ্জ পৌর মেয়র মোশাররফ বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি করিমুল চৌধুরী, আওয়ামী লীগের নেতা রবিউল ইসলাম সাবুল, দেবেন সরকারু, দীপঙ্কর রাহা বাপ্পী, মমতাজুল করিম উপস্থিত ছিলেন। উল্লেখ্য- গত শুক্রবার গোপালপুর গ্রামের অগ্নিকান্ডের ঘটনা ঘটে এবং মূহুতেই সারা গ্রামে আগুন ছড়িয়ে পুড়ে ছাই হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com