রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত রংপুর জেলা ও মহানগর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের পরিচিতি সভা  সয়াবিন তেলর বোতলে মূল্যের চেয়েও ১০ টাকা বৃদ্ধিতে বিক্রি   পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ২৬ তম বার্ষিক সাধারণ সভা  স্কুলে পানি পরিশোধন ফিল্টার ও জেলেদের ঘরে সোলার প্যানেল বসাতে চুক্তি   প্রাইম ব্যাংক আয়োজিত BAMLCO কনফারেন্স অনুষ্ঠিত দেশকে নিয়ে ষড়যন্ত্র করবেন না বিরামপুর মতবিনিময় সভায় -ডাঃ জাহিদ  ৬ ডিসেম্বর ছিল বিরামপুর হানাদার মুক্ত দিবস দিনাজপুর জেলা এবি পার্টির আলোচনা সভা কমিটি গঠন ও যোগদান রংপুর কারমাইকেল কলেজে পুবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসুচী পালন

বীরগঞ্জে অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে শিক্ষক মতিউল ইসলাম

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৫৭৭ বার পঠিত

প্রদীপ রায় জিতু, দিনাজপুর প্রতিনিধি।- করোনা পরিস্থিতিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। এতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও থেমে থাকেনি শিক্ষার্থীদের পাঠ গ্রহণ। দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বীরগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষক মো. মতিউল ইসলাম শিক্ষার্থীদের কথা বিবেচনা করে নিয়মিত অনলাইনে ক্লাস চালিয়ে যাচ্ছেন। তার এই অনলাইন ক্লাস কার্যক্রম ব্যাপক সাড়া জাগিয়েছে বীরগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের মাঝে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে শিক্ষার্থীদের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও বাস্তবায়নে জনপ্রিয় ফেসবুক পেইজ ঘরে বসে শিখি, এছাড়াও টিচার্স ড্রিম ও দিনাজপুর অনলাইন প্রাইমারি স্কুল অনলাইনে ক্লাস নেন তিনি। বেশীর ভাগ শিক্ষার্থী এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করে চালিয়ে যাচ্ছে তাদের শিক্ষাগ্রহণ কার্যক্রম। ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মতিউল ইসলাম জানান, আমি শিক্ষার্থীদের কথা চিন্তা করে অনলাইন ক্লাস শুরু করেছি। ধীরে ধীরে অনেক শিশু শিক্ষার্থী এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে ঘরে বসে শিক্ষা গ্রহণ করছে। করোনাকালীন এই মুহুর্তে শিক্ষার্থীরা যেন পিছিয়ে না থাকে সেই জন্যই এই কার্যক্রম, যা শিশুদের অব্যাহত থাকবে। অনলাইনে পাঠদান প্রসংগে উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, মতিউল ইসলামের সব গুলো ক্লাস দেখেছি তার অনলাইন ক্লাসগুলো শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। এ বিষয়ে তাকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের দিক নির্দেশনা ও পরামর্শ দিচ্ছি। সত্যি বলতে উনি একজন পরিশ্রমী শিক্ষক। আমার উপজেলায় তার এই কার্যক্রমকে স্বাগত জানাই। আমাদের এই শিক্ষক খুবই আত্মবিশ্বাসী এবং তার বহুমুখী প্রতিভা আছে। আসলে আমরা এই শিক্ষিককে নিয়ে গর্বিত। আমি উপজেলার এই শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকের জন্য মঙ্গল কামনা করি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com