আব্দুর রাজ্জাক।-দিনাজপুরের বীরগঞ্জে দীর্ঘদিন বিরোধের জের ধরে ছোট ভাই সাগর কুমার মল্লিক (৩৫) বাঁশের লাঠি দিয়ে বড় ভাই সূর্য কুমার মল্লিক (৪৫) কে পেটালো। এতে গুরুতর আহতাবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বড় ভাই।
শনিবার (৮ জুন) দুপুরে উপজেলার আরিফ বাজারে ঘটনাটি ঘটে। দুইজনেই উপজেলার কুমারপাড়া আরিফ বাজার এলাকার বাসিন্দা শিবু রঞ্জন মল্লিকের ছেলে। এঘটনায় আহত সূর্য কুমার মল্লিক বীরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের জেরে গত ৮ জুন শনিবার দুপুর পৌণে ৩টার দিকে তার নার্সারির কর্মচারী বাদশা মিয়াকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে মবিল ক্রয় করার উদ্দেশ্যে বীরগঞ্জ উপজেলার আরিফ বাজারে যান। মবিল ক্রয় শেষে বাজার সংলগ্ন মধুসুধন কেতু এর দোকানে বিশ্রাম নেন। এসময় তার ছোট ভাই সাগর কুমার মল্লিক অজ্ঞাত ৭/৮ জন পূর্বের জের ধরে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার এক পর্যায়ে তাদের হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় পেটায়। এতে গুরুতর আহত হন তিনি। এরপর তার পরণের পেন্টের পিছন পকেটে থাকা নগদ ৫ হাজার টাকা কেড়ে নেয়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযোগকারীকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। গুরুতর আহতাবস্থায় সূর্য কুমার মল্লিককে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করায় স্থানীয়রা। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি।
সূর্য কুমার মল্লিক চিকিৎসাধীন অবস্থায় প্রতিবেদককে জানান, পূর্বেও তার ছোট ভাই অতর্কিত হামলা চালিয়ে মেরে ফেলার চেষ্টা করে। এখন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
Leave a Reply