প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ।- দিনাজপুরের বীরগঞ্জে ধর্ষকদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় বীরগঞ্জ বিজয় চত্বরের সম্মুখ সড়কে ঘণ্টাব্যাপী উক্ত প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দেশব্যাপী অব্যাহত হারে বৃদ্ধি পাওয়া ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা সহ সকল প্রকার সামাজিক অনাচারের বিরুদ্ধে ষ্টুডেন্ট এসোসিয়েশন অফ বীরগঞ্জ দিনাজপুর (এস.এ.বি.ডি), বীরগঞ্জ পাবলিক লাইব্রেরী ও এক্সচেঞ্জ বøাড ব্যাংকের যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হলেও, পরে সাইন্স ক্লাব, সাংবাদিক কল্যাণ সংস্থা, সবুজ বাংলা নিউজ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন সর্বস্তরের ছাত্র জনতা এতে একাত্বতা ঘোষনা করে অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আলহাজ্ব জাকারিয়া জাকা, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. আবু হুসাইন বিপু, বীরগঞ্জ পাবলিক লাইব্রেরীর সভাপতি রোকুনুজ্জামান বিপ্লব, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান অলি, এস.এ.বি.ডি সভাপতি আব্দুল্লাহ-আল-সাঈদ, সাধারণ সম্পাদক মো. নুরনবী, এক্সচেঞ্জ বøাড ব্যাংকের সভাপতি সোহাগ ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ, বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থী বিথী রায়, সুরভী রায়, শারমিন নীরা, ফয়জুর রহমান, আসিফ, সিদ্দিক প্রমূখ।
কর্মসূচীতে বক্তারা নারীর প্রতি সহিংসতা বিষয়ক বিভিন্ন ঘটনা তুলে ধরে এর প্রতিকারে প্রয়োজন হলে আইন সংশোধন করে ধর্ষকদের গ্রেফতার ও ফাঁসি কার্যকর করার জোর দাবি জানান।
Leave a Reply