শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৫ অপরাহ্ন

বীরগঞ্জে বাসচাপায় মা ছেলে-মেয়েসহ ৬ জন নিহত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৭০৫ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি।- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাসচাপায় মা ছেলে-মেয়ে সহ ৬ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। ০৬ জুলাই সোমবার দুপুর ২টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের ভাবকী গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী নাসরিন ওরফে নসিমন (৪২), কন্যা রূপা (৮), কাহারোল উপজেলার দেবীপুর গ্রামের আবুল হোসেন (৬০) তার স্ত্রী আসমা খাতুন (৫০) কন্যা লামিয়া (৫) ও বীরগঞ্জ হাসপাতালে অজ্ঞাত ভ্যান চালকসহ ৬ জন নিহত হয়েছে। এঘটনায় বিআরটিসি বাস খাদে পড়লে চালকসহ ১২ জন যাত্রী আহত হয়। হাইওয়ে পুলিশের ওসি শামসুল নুর জানান, দুপুরে বিআরটিসি (ঢাকা মেট্রো- ব ১১২১৫৩) রংপুর যাচ্ছিল এবং বীরগঞ্জ ভাবকী গ্রাম থেকে চার্জার ভ্যানযোগে উপজেলা মোহাম্মদপুর রনপাড়া গ্রামে অসুস্থ বাবা বাঘা ইসলামকে দেখতে যাওয়ার পথে ২৫ মাইল নামকস্থানে ঘটনাস্থলেই একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়। এঘটনার পর স্থানীয় জনতা দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়ামিন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) মো: ওয়ারেস, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com