প্রদীপ রায় জিতু, দিনাজপুর প্রতিনিধি।- নির্বাচন কমিশন ঘোষিত দ্বিতীয় দফা পৌরসভা নির্বাচনে দিনাজপুরের বীরগঞ্জে মেয়র পদে ৫জন, কাউন্সিলর পদে ৪১জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৩জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। ২০ ডিসেম্বর সোমবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে বীরগঞ্জ উপজেলার নির্বাচন কার্যালয়ে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. কামরুল ইসলামের হাতে মনোনয়ন পত্র দাখিল করেন। পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মো. নূর ইসলাম নূর (নৌকা), বিএনপির প্রার্থী মো. মোকারম হোসেন পলাশ (ধানের শীষ), ইসলামী আন্দোলনের প্রার্থী মো. শাহ-আলম (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী হানিফ মাওলানা, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মো. মোশারফ হোসেন বাবুল প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তারা কর্মী-সমর্থকদের নিয়ে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। করছেন উঠান বৈঠক ও ছোট ছোট পথসভা। বিতরণ করছেন হ্যান্ডবিল।
সূত্রমতে, মো. নূর ইসলাম নূর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। উপজেলা জাতীয়তাবাদী যুবদলের পৌর কমিটির সদস্য সচিব মো. মোকারম হোসেন পলাশ। বাংলাদেশ ইসলামী আন্দোলন উপজেলা পৌর শাখার সাধারণ সম্পাদক মো. শাহ-আলম, সাবেক মেয়র হানিফ মাওলানা, মো. মোশারফ হোসেন বাবুল উপজেলা পৌর আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান মেয়র। ১৬ জানুয়ারী এখানে ভোট গ্রহণ হবে। মেয়র প্রার্থীদের পাশাপাশি প্রচার চালাচ্ছেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা। দুপুর থেকে রাত অবদি প্রচারের চন্য চলছে মাইকিং। পৌর এলাকায় ছেয়ে গেছে প্রার্থীদের পোষ্টারে।
নির্ভরযোগ্য সূত্র প্রকাশ থাকে যে, বর্তমান পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার ১৫হাজার ৪শত ৯৯জন ভোটার রয়েছে। এদের মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৪শত ৯৫ জন এবং মহিলা ভোটার ৮ হাজার ৪জন।
মো. নূর ইসলাম নূর বলেন, আমি নির্বাচিত হলে সব শ্রেণি ও পেশার নাগরিকদের জন্য সমান দৃষ্টিভঙ্গিতে নাগরিক সেবার মান নিশ্চত করা হবে। সেই সাথে বীরগঞ্জ পেরৈসভাকে কিভাবে একটি মডেল পৌরসভা করা যায় সেই লক্ষে কাজ করা হবে। আমি নির্বাচিত হলে পৌরবাসীর কোনো কষ্ট থাকবে না। সকল ধরনের সুযোগ-সুবিধা পৌছে যাবে পৌর বাসী দরগড়ায়।
মোশারফ হোসেন বাবুল বলেন, ৫ বছর ধরে মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছি। পৌরবাসীরা বলতে পারবে কতটা উন্নয়ন সাধন হয়েছে পৌর এলাকায়। আমার একটাই লক্ষ্য ছিল বীরগঞ্জ পৌরবাসীরা যাতে কোনো ধরনের সুবিধা থেকে বঞ্চিত না থাকে আর সেই লক্ষ আমার পূরণ হয়েছে । তিনি আরও বলেন পৌরসভাকে মেডল হিসেবে গড়ার জন্য কাজ করে যাচ্ছি তার মধ্যেই চলে আসল নির্বাচন । আমি আশা করি আমার এই লক্ষ্যও আমি পূরণ করব ইনসাল্লাহ্। বর্তমান চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখাসহ বীরগঞ্জ রক্ষার আন্দোলনকে অব্যাহত রাখব। একই সাথে অন্য প্রার্থীরাও পৌরবাসীর উন্নয়নমূলক কাজ করার জন্য প্রতিসূতি দেন।
Leave a Reply