মোঃ আশরাফুল আলম, দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধি: দিনাজপুরে একমাত্র উৎপাদনশীল বড়পুকুরিয়া কয়লাখনি প্রকল্পটি। বড়পুকুরিয়ার কয়লা দিয়ে পাশ্ববর্তী ৫১০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র সচল রয়েছে। এই প্রতিষ্ঠানটি উত্তর বঙ্গের তথা সারা দেশের বিদ্যুতের চাহিদা মিটিয়ে অবশিষ্ট বিদ্যুৎ কৃষি ও শিল্পতে ব্যবহার করা হচ্ছে। এই জাতীয় প্রকল্পটি সরকারের একমাত্র লাভজনক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান নিয়ে কেউ যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে, সেদিকে সকল দেশপ্রেমিক নাগরিকদের সজাগ থাকতে হবে। অতীতে কয়লাখনি ও তাপবিদ্যুৎ কেন্দ্রতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছিলো। শ্রমিক বান্ধব নেতা মোঃ আমজাদ হোসেনের সহযোগীতায় তা সমাধা হয়েছে। বর্তমান বড়পুকুরিয়া কয়লাখনিতে হঠাৎ করে গত ৭ই মার্চ শ্রমিককেরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন শুরু করে। তৎক্ষনাৎ শ্রমিক বান্ধব নেতা মোঃ আমজাদ হোসেন কয়লাখনিতে এসে শ্রমিকদেরকে শান্ত করার পরিবেশ সৃষ্টি করেন এবং পরেরদিন ৮ই মার্চ নিজে দাড়িয়ে থেকে ২৭২ জন খনির শ্রমিককে কাজে যোগদানের সহযোগীতা করেন । এ বিষয়ে পার্বতীপুর উপজেলার আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শ্রমিক বান্ধব ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আমজাদ হোসেনের সাথে খনি শ্রমিকদের দাবি দাওয়ার বিষয়ে কথা বললে তিনি জানান, আমি সাধারণ শ্রমিক, খনির শ্রমিক এবং খেটে-খাওয়া মেহনতি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। শ্রমিকদের ন্যায্য দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে তাদের পাশে আছি, থাকব। আমি বড়পুকুরিয়া কয়লাখনির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি যাতে কোনো শ্রমিককে কাজে যোগ দানে হয়রানি স্বীকার না হতে হয়। বাকি শ্রমিককেরা পর্যায়ক্রমে বিধিমালা মেনে কাজে যোগদান করবেন।
Leave a Reply