বজ্রকথা প্রতিবেদক।- রংপুরের পীরগঞ্জ উপজেলায় বড় ফলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ করেছেন বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম।তিনি পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা গেছে, চলতি ২০২০/২০২১ অর্থ বছরে উক্ত বিদ্যালয়টির মেরামতে জন্য সরকার ২লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। এ মেরামতে কাজ করার ক্ষেত্রে বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা লাইজু বেগম কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই বিদ্যালয়টিতে নাম মাত্র কাজ করে বরাদ্দকৃত অর্থ উত্তোলন করেছেন।
অভিযোগ রয়েছে কাজের ব্যাপারে কমিটিকে কিছুই জানাননি প্রধান শিক্ষিকা। শুধু তাই নয় প্রধান শিক্ষিকা লাইজু বেগম সভাপতির স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলনের করে ভ্যানিটি ব্যাগে ভরেছেন। টাকা উত্তোলনের কথা স্বীকার করে প্রধান শিক্ষকিা বলেন, প্রাপ্ত অর্থের পুরো টাকারই কাজ করা হয়েছে ।
Leave a Reply