গাজীপুর থেকে রাকিব হোসাইন।- গাজীপুর ৭ ও ৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ, নবীন উদ্যম ও প্রতিভার সমারোহে ভাওয়াল ইসলামিক ক্যাডেট একাডেমীর প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এক অসাধারণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ২০১৫ সালে প্রতিষ্ঠিত এই একাডেমী, নরোত্তমপুর, কাপাসিয়া, গাজীপুরের এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে, ছাত্র-ছাত্রীদের ক্রীড়া ও সৃষ্টিশীলতা উদ্দীপনায় আজ এক নতুন দিগন্তে প্রবেশ করে।
অনুষ্ঠান সূচীতেছিল, প্রথম সকাল সূর্যোদয়ের সাথে সাথে, একাডেমীর প্রাঙ্গণে কোরআনের তেলাওয়াতের মাধুর্যে শুরু হয়, যেখানে শিক্ষার্থী ও অতিথিরা ঐশ্বরিক বাণীর মহিমায় মুগ্ধ হন। এরপর জাতীয় পতাকার উত্তোলন ও শপথ বাক্য পাঠের মাধ্যমে একটি সংগঠিত ও নীতিনিষ্ঠ পরিবেশ তৈরি হয়।সমন্বিত আয়োজনে
এদিন ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা শারীরিক দক্ষতা ও দলগত চেতনার উৎকর্ষ প্রমাণ করে। আগামীকালের সাংস্কৃতিক অনুষ্ঠানে এই চেতনা আরও প্রাণপ্রদভাবে প্রকাশ পাবে বলে সকলের মধ্যে আশাবাদ বিদ্যমান। বিশিষ্ট অতিথিরা ও সম্মানিত ব্যক্তিত্ব
অনুষ্ঠানটি মার্জিত সাজানো হয় নানা বিশেষ অতিথির আগমনে। সভাপতিত্ব করেন, মোঃ অহিদুজ্জামান, সঙ্গেই সহ-সভাপতি জনাব মোঃ জাহাঙ্গীর আলম ও জনাব মোঃ মোখলেসুর রহমান। এছাড়া, সমাজ ও ব্যবসায়িক ক্ষেত্রে সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন— বিশেষ অতিথি: মোঃ কাজল বন্দুকসী (সভাপতি, ৫নং ওয়ার্ড, নৃপবলস), মোঃ রেফাত উল্লাহ (বিশিষ্ট ব্যবসায়ী, সরোতনপুর)
রৌশন আরা বিথি (সদস্য, বারিবাব ইউনিয়ন পরিবল), মাওলানা জসিম উদ্দিন (প্রবাসী, সৌদি আরব),মোঃ সাইদুর রহমান সেজান (বারিষাব ইউনিয়ন ছাত্রদল), সৈকত আকন্দ ও জনাব নাহিদ আকন্দ (বিশিষ্ট ব্যবসায়ী, পাগটিয়া চালা বাজার),আনোয়ার হোসেন (বিশিষ্ট সমাজ সেবক),এবং আরও অনেক সম্মানিত ব্যক্তিত্ব ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে এক অনন্য সমবেত শক্তি প্রকাশ করেন। প্রধান বক্তা মোঃ তৌফিক সুলতান স্যারের অনুপ্রেরণামূলক বাণী।
দ্বিতীয় পর্বে, মোঃ তৌফিক সুলতান স্যার – সহকারী প্রধান শিক্ষক ও ক্রীড়া প্রতিযোগিতার মুখপাত্র – তাদের শিক্ষণীয় বক্তব্যে উপস্থিত সকলকে গভীর ভাবে অনুপ্রাণিত করেন। তাঁর বক্তব্যের শুরুর লগ্নেই তিনি কোরআনের সেই সুপ্রসিদ্ধ আয়াত স্মরণ করিয়ে দেন, “إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا” (নিশ্চয়ই কষ্টের পর সুলভতা আছে)। তিনি ব্যাখ্যা করেন, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কেবল শারীরিক ও মানসিক চ্যালেঞ্জ নয়, বরং আধ্যাত্মিক উন্নয়ন ও আত্মনির্ভরতার এক অনন্য মঞ্চ।
তিনি বলেন,”আজ আমরা শুধু খেলাধুলা ও সৃজনশীলতার উদযাপন করছিনা, বরং আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর রহমত ও করুণার অবিচ্ছিন্ন উপস্থিতি উপলব্ধি করছি। আমাদের নীতিগত শিক্ষা, অধ্যবসায় ও একতা আমাদের জীবনে এক অনন্ত আশার দীপপ্রজ্জ্বল করে। যেমন, আমাদের প্রিয় নবী করিম (সা.) এর এক হাদীসে বলা হয়েছে, ‘মুমিনের শক্তি ও ধৈর্যই তার শ্রেষ্ঠ সম্পদ’। এই উপদেশ আমাদেরকে প্রতিদিন নতুন চ্যালেঞ্জ গ্রহণে সাহস জোগায়।
Leave a Reply