ডেক্স রিপোর্ট।- সম্প্রতি একটি খবর সংবাদ মাধ্যমে ছড়িযে পড়েছিল যে, চীনের চাপেই চাবাহার বন্দরে বড় মাপের এক রেল প্রকল্প থেকে ভারতকে সরিয়ে দিয়েছে ইরান। কিন্তু এই সংবাদ প্রকাশের দুই দিনের মধ্যেই ইরান সাফ জানিয়েছে, এই খবর মিথ্যা। ইরান বলেছে ভারতকে চাবাহার বন্দরের কোনো প্রকল্প থেকে সরিয়ে দেওয়া হয়নি। ইরানের বন্দর শহর চাবাহার থেকে জাহেদন প্রদেশ পর্যন্ত ৮২৮ কিলোমিটার রেলপথ নির্মাণের চুক্তিটি ২০১৬ সালের মে মাসে ভারত-ইরানের মধ্যে স্বাক্ষরিত হয়। আর চাবাহার-জাহেদন রেললাইন শেষ পর্যন্ত আফগানিস্তানের জারঞ্জ পর্যন্ত প্রসারিত হবে। এতে বাণিজ্য সক্ষমতা বাড়বে দুই দেশের মধ্যে।
সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইরানের বন্দর সংক্রান্ত দফতরের এক শীর্ষ কর্মকর্তা ফরহাদ মনতাসের বুধবার জানিয়েছেন, চাবাহার বন্দর থেকে জেহেদান পর্যন্ত রেল প্রকল্প থেকে ভারতকে বাদ দেওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা। কারণ, এই মর্মে নয়াদিল্লির সঙ্গে ইরানের কোনো চুক্তি হয়নি।
Leave a Reply