বজ্রকথা ডেক্স।- দেশ ভাসছে ভারতীয় জলে। কোনপ্রকার পূর্ব সতর্কতা না দিয়ে প্রতিবেশী ভারত তাদের বাঁধের কপাটগুলো খুলে দেয়ায় মধ্যরাতে জল ঢুকেছে বাংলাদেশে, ফলে বন্যাপরিস্থিতির সৃষ্টি হয়েছে।
অনাকাঙ্খিত এই বন্যায় দেশের দক্ষিণ ও দক্ষিণপূর্ব অঞ্চলের হাজার হাজার গ্রাম জলমগ্ন হয়েছে।লাখ লাখ মানুষ , ঘরবাড়ি, গবাদিপশু পড়েছে বিপাকে।
এদিকে বন্যা মোকাবেলা ও দেশের বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ এবং তথ্য সংগ্রহে কন্ট্রোল রুম খোলা হয়েছে। বৃহস্পতিবার ২২ আগস্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়। বিজ্ঞপ্তিতে ফেনী জেলার বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও নৌবাহিনী সংশ্লিষ্ট তিন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। তাঁরা হলো- এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ ০১৭১৩১৮৭৩০৪, নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ০১৭৬৯৭৫৪১০৩ ও সেনাবাহিনী মেজর ফাহিম ০১৭৬৯৩৩৩১৯২।
এদিকে পানি সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যবেক্ষণে কন্ট্রোল রুমের মোবাইল নম্বর- ০১৩১৮২৩৪৫৬০ এ যোগাযোগ করা যাবে। তা ছাড়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. রবিউল আলম (মোবাইল: ০১৯৯২৪৩৯৩৪৭) মনিটরিং করবেন।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারীরা চলমান বন্যা পরিস্থিতি বিষয়ে সংশ্লিষ্ট জেলায় স্থাপিত কন্ট্রোল রুম ও পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে এ বিষয়ে সর্বশেষ তথ্য সংগ্রহ করেবন। এছাড়া সমন্বিত প্রতিবেদন প্রস্তুত করে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রতিবেদন জমা দেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Leave a Reply