শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পার্বতীপুরে খাসি এন্ড খাসি  ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঢাকার বায়ুর মান মারাত্মকভাবে কমছেঃকরণীয় কী? প্রেসবিজ্ঞপ্তি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ইউপি চেয়ারম্যান পদ হতে পদত্যাগ বিশ্বব্যাংকের অর্থায়নে কক্সবাজার-শাহপরীর দ্বীপ মহাসড়কে স্ট্রিট লাইট, সিসি ক্যামেরা ও ফুটওভার ব্রিজ স্থাপন জরুরী দিনাজপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত বারুনী মেলায় জুয়া বসানোয় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা বাঙালীর সংস্কৃতি চর্চা নতুন প্রজন্মদের কাছে বাড়াতে হবে -হুইপ ইকবালুর রহিম এমপি পীরগঞ্জে হেরোইন গাঁজাসহ ৩ ব্যক্তি গ্রেফতার কাল ১৬ এপ্রিল রংপুরে আসছেন মাননীয় স্পীকার

ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ২৪৬ বার পঠিত

ডেক্স রিপোর্ট।- ভারতে করেনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আগের সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে। মহারাষ্ট্র, পাঞ্জাব, দিল্লি ও মধ্যপ্রদেশে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মহারাষ্ট্রেই সাপ্তাহিক সংক্রমণের হার প্রায় ২৩ শতাংশ। স্বাস্থ্য কর্মকর্তারা আশঙ্কা করছেন, রাজ্যগুলোতে এই হারে সংক্রমণ হতে থাকলে ভারতের করোনা পরিস্থিতি দ্রæত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ মৃত্যুহার কমানোর উপর বিশেষভাবে জোর দিয়েছেন। তিনি বলছেন, সংক্রমিত ব্যক্তিকে দেরিতে হাসপাতালে নিয়ে আসার কারণে মৃত্যু ঘটছে কি না, তা সবার আগে খতিয়ে দেখা প্রয়োজন।তিনি আরো বলেছেন, সংক্রমিত ব্যক্তি হাসপাতালে ঠিক চিকিৎসা পাচ্ছেন কি না, বিশেষ করে একজন করোনা রোগীর চিকিৎসার প্রশ্নে ন্যূনতম যে প্রটোকলগুলো রয়েছে যেমন- অক্সিজেন, শয্যা, অক্সিজেনযুক্ত শয্যা ইত্যাদি রয়েছে কি না, নির্দিষ্ট নিয়ম মেনে ওষুধ দেওয়া হচ্ছে কি না, এ সবই পর্যালোচনার প্রয়োজন রয়েছে।কোনো রাজ্যের কোনো বিশেষ প্রান্ত বা এলাকা থেকে সংক্রমিত রোগী বেশি আসছে কি না, তা খতিয়ে দেখার জন্য ম্যাপিং করতে বলা হয়েছে। এর ফলে সংক্রমণের কারণ খুঁজতে সুবিধা হবে রাজ্যের। করোনা পরীক্ষা, বিশেষ করে আরটি-পিসিআর পরীক্ষার অনুপাত বাড়ানো, মাস্ক পরাসহ কভিড সতর্কতাবিধি মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে। মাস্ক না পরলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আর্থিক জরিমানার মতো কড়া পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ দিয়েছে সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। সংক্রমণের হার কমাতে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে টিকাকরণে। ১ এপ্রিল থেকে ৪৫ বছরের ঊর্ধ্বে সব ভারতবাসী কভিডের টিকা নিতে পারবেন। যে জেলাগুলোতে সংক্রমণের হার বেশি, সেখানে ৪৫ বছরের বেশি বয়সীদের ১০০ শতাংশ টিকাকরণ নিশ্চিত করতে বলেছে কেন্দ্র।সূত্র : আনন্দবাজার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com