শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৬ পূর্বাহ্ন

ভূমি অফিসার্স কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার ভূমি মন্ত্রনালয়ের সচিব বরাবর স্মারকলিপি প্রদান

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ১৮০ বার পঠিত

মোঃ ইউসুফ আলী।- “উন্নীত বেতনস্কেলের অবৈধ স্থগিতাদেশ প্রত্যাহার ও নিয়োগবিধি ২০২১ মোতাবেক নিয়োগ ও পদোন্নতি প্রদানের দাবীতে” কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় দিনাজপুর জেলা প্রসাশক এর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রনালয়ের সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ। ৬ জানুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জেলা প্রসাশক কার্যালয়ে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর মাধ্যমে ভূমিমন্ত্রনালয় সচিব বরাবর স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মুস্তোফা কামাল তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ প্রমুখ। বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশে একযোগে প্রতিটি জেলায় এক ও অভিন্ন ব্যানারে এই কর্মসূচী পালিত হয়। উক্ত কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুর জেলার ১৩টি উপজেলার সকল ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ স্বতঃস্ফুত অংশগ্রহন পূর্বক ভূমি সহকারী কর্মকর্তাদের গেজেটকৃত নিয়োগবিধি ২০২১ অবিলম্বে বাস্তবায়ন পূর্বক বেতনস্কেলের বাস্তবায়নের নিমিত্ত ইতোপূর্বে প্রদত্ত স্থগিতাদেশ প্রত্যাহার পূর্বক নতুন নিয়োগ বিধি অনুযায়ী জনবল নিয়োগ ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের পদোন্নতি প্রদান করার দাবী জানানো হয়। স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে এক ঘন্টা দাড়িয়ে অবস্থান কর্মসূচী পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com