দিনাজপুর প্রতিনিধি।- দিনাজপুর শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ হারুনুর রশিদ বলেন, ভাল মানুষ হতে হলে বেশি বেশি করে বই বড় পড়তে হবে। নিয়মিত বিষয়ের বই ছাড়াও জ্ঞাণ অর্জনে সাহিত্যিক, কবি ও গবেষকদের বই পড়লে প্রতিভা বিকাশ সহজ হয়ে পড়বে। বঙ্গবন্ধু ও স্বাধীনতার অতিত ইতিহাস জানতে হলে বঙ্গবন্ধু ও স্বাধীনতার উপর বই পড়তে হবে। তবেই বঙ্গবন্ধু ও স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে পারবে তরুন প্রজন্ম।
০১ জানুয়ারী শনিবার দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২০২২ শিক্ষাবর্ষের নতুন বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ হারুনুর রশিদ এসব কথা বলেন।
দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ মিরাজুল ইসলাম, দিনাজপুর শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্র মোঃ রেজাউল করিম চৌধুরী, মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আলম প্রমুখ। সঞ্চালনে ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ডালিশ কুমার রায় ও বাবুুল হোসেন সরকার।
Leave a Reply