নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে সৈয়দ হারুনুর রশীদ।- র্যাব-১৩, দিনাজপুর কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল ও এমকেডিলসহ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকশ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৩ ডিসেম্বর-২০২৩ খ্রিঃ দিনাজপুর জেলার কোতয়ালি থানাধীন সদর পৌরসভাস্থ পশ্চিম বালুয়াডাঙ্গা গ্রাম হতে ১১৩ বোতল ফেন্সিডিল ও ০৯ বোতল এমকেডিল সহ দিনাজপুর জেলার কোতয়ালি থানা এলাকা হতে শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ মনিরুল ইসলাম ওরফে মাসুদ(৪৫)কে গ্রেফতার করে। আটককৃত মাসুদ দিনাজপুর জেলার কোতোয়ালি থানাধীন পশ্চিম বালুয়াডাঙ্গা নতুনপাড়া গ্রামের মৃত শাহজাহান আব্দুর রহিম সাজু এর ছেলে।
ধৃত ব্যক্তির বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালি থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।
Leave a Reply