রংপুর প্রতিনিধি।- রংপুরের মিঠাপুকুরে ধর্ষণ মামলার করায় বাদি ও তার পরিবারের সদস্যকে প্রাণনাশের হুমিকর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। উপরন্তু, ধর্ষন মামলার দ্বিতীয় আসামীকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার বালারহাট ইউনিয়নের খোর্দ্দ কোমরপুর কাঞ্চিপাড়া গ্রামে।
এলাকাবাসি ও ভুক্তভোগি পরিবার সূত্রে জানা গেছে, ওই গ্রামের মোকছুদার রহমানের মেয়ে (১৪)কে দীর্ঘদন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল শঠিবাড়ী ডাবরা গ্রামের মাহফুজার রহমান। গত নভেম্বর মাসের ৩০ তারিখে মাহফুজার রহমান তার নিকট আত্বীয় জালাল মিয়ার সহায়তায় ওই মেয়েকে তুলে নিয়ে যায়। মাহফুজার রহমান শঠিবাড়ী এলাকায় একটি বাসায় আটকিয়ে রেখে ২ দিন ধরে ধর্ষণ করে। পরে জালাল মিয়া ওই মেয়েকে অসুস্থ্য অবস্থায় খোর্দ্দ কোমরপুর গ্রামে ফিরিয়ে নিয়ে যায়। পরে মেয়েটির পরিবারের সদস্যরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মাহফুজার রহমান ও জালাল মিয়াকে আসামী করে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করেন মেয়েটির বাবা মোকছুদার রহমান। তৎখনাত প্রধান আসামী মাহফুজার রহমানকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে আসামীর লোকজন।
মামলার বাদী মোকছুদার রহমান বলেন, মামলা করায় আসামীর লোকজন আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। তিনি আরও বলেন, মামলা দায়ের হলেও জালাল মিয়াকে এখন গ্রেফতার করতে পরেনি পুলিশ।
এ ব্যাপারে মিঠাপুকুর থানা ওসি মোস্তাফিজার রহমান বলেন, আসামী গ্রেফতারের চেষ্টা চলছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply