রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন

মিথ্যা মামলা প্রত্যাহার ও আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৮৮ বার পঠিত
  দিনাজপুর (ফুলবাড়ী) থেকে মোঃ আশরাফুল আলম ।- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৯ অক্টোবর আমবাড়ী বাজারে দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কে মশিউর রহমান মোল্লা গংদের পক্ষে এই মানববন্ধনে এলাকার প্রায় পাঁচ শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে লিখিত বক্তব্যে বলা হয় প্রতিপক্ষ কাশিপুর হিন্দুপাড়া গ্রামের মৃত ইছার উদ্দীন মোল্লার পুত্র মোঃ আব্দুর রাজ্জাক কর্তৃক মশিউর রহমান মোল্লা গংদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং তাদের উপর হামলা হত্যার হুমকি দাতাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
মশিউর রহমান মোল্লা গংদের মামলা সূত্রে জানা যায়,মৃত ইসমাইল মোল্লার  পুত্র মোঃ মমিন মোল্লা বাদী হয়ে পাবর্তীপুর মডেল থানায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে ১২জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৩৩, তারিখ-২৬/০৯/২০২৩ইং। প্রতিপক্ষ আব্দুল রাজ্জাক গংরাও উক্ত মামলার বাদীসহ ০৯ জনকে আসামী করে পার্বতীপুর মডেল থানায় পাল্টা একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৩১/২৩, তারিখ-২৫/০৯/২০২৩ইং। মানববন্ধনে মশিউর রহমান মোল্লা বলেন, আমাদের নামে দায়েরকৃত মিথ্যা বানোয়াট মামলার হাজিরা দিয়ে আসার পথে দিনাজপুর সদর থানাধীন পৌরসভার প্রধান গেটের সামনে উল্লেখ্য ব্যক্তিরা আমাদেরকে দেখতে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে, আমরা গাজিগালাজ ও হুমকির প্রতিবাদ করলে উল্লেখ্য ব্যক্তিদ্বয় দলবদ্ধভাবে আমাদের কে মারপিট করে।
এই মারপিটের ঘটনাকে কেন্দ্রকরে মোঃ মশিউর রহমান মোল্লা বাদী হয়ে দিনাজপুর সদর থানায় ১২/১৩ জনকে বিবাদী করে একটি সাধারণ ডায়েরী দায়ের করেন।
অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রকৃত আসামীদের গ্রেফতারের দাবীতে জানান মশিউর মোল্লা।
এ ব্যাপারে পার্বতীপুর উপজেলার আমাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ নূর আলম সিদ্দীকীর সাথে কথা বললে তিনি জানান, উভয় পক্ষ মামলা দায়ের করেছেন, মশিউর রহমান মোল্লার দায়েরকৃত মামলার আসামীগণ পলাতক রয়েছে অতিশীঘ্রই আসামীদের আইনের আওতায় আনা হবে।
মানববন্ধনে মশিউর রহমান মোল্লা আরো বলেন, অতি দ্রুত আসামীদের গ্রেফতার করতে হবে, আমাদের উপর দায়ের কৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের  সুদৃষ্টি কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com