বজ্রকথা ডেক্স। – মিয়ানমারের নির্বাচনে সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) আইনসভায় ৮০ শতাংশ আসনে জয় পাওয়ার দাবি করলেও প্রধান বিরোধীদল ইউনিয়ন সলিারিডিটি ও ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) দেশটির সদ্য সমাপ্ত নির্বাচনকে প্রত্যাখান করেছে এবং পুনরায় নির্বাচন অনুষ্ঠানের দাবি করেছে। এ জন্য তারা দেশটির সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রত্যাশা করেছে। এতে দেশটির রাজনীতিতে সেনাবাহিনীর প্রত্যক্ষ প্রভাব আবার তৈরি হবে কি না, এমন জল্পনা তৈরি হয়েছে।
এ জল্পনা আরও সম্প্রসারিত হচ্ছে কারণ ইউএসডিপি পরিচালনায় সেনাবাহিনীর প্রত্যক্ষ প্রভাব রয়েছে। কাজেই ওই দলের পক্ষ থেকে পুনর্র্নিবাচনের দাবি বেশ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিরোধীদলটির পক্ষ থেকে অং সান সুচির দলের সংখ্যাগরিষ্ঠতা দাবি করা এ নির্বাচন সম্পর্কে আপত্তি জানিয়ে আরেকটি নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়েছে। দলটির পক্ষ থেকে সেনাবাহিনীর প্রতি একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দাবি করা হয়েছে। উল্লেখ্য মিয়ানমারে সরকার গড়তে সর্বমোট ৩৩২টি আসন দরকার হয়। কিন্তু দেশটির নির্বাচনের ফলাফল পুরোপুরি না ঘোষিত হলেও এরই মধ্যে ঘোষিত ১৫০ আসনের মধ্যে ১৩০টি জিতে নিয়েছে এনএলডি।
Leave a Reply