ডেক্স রিপোর্ট।- নাফ নদী পাড়ি দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে একটি মা হাতি চলে এসেছে। কক্সবাজারের টেকনাফে হ্নীলা ইউনিয়নের দমদমিয়ায় নৌবন্দর ও কেয়ারিঘাট এলাকা দিয়ে হাতিটি এলে তাকে উদ্ধার করা হয়েছে। জানা যায় পরে সেটিকে টেকনাফের বনাঞ্চলের দিকে পাঠিয়ে দেওয়া হয়। আরও তিনটি হাতি সীমান্তের জলিলেরদিয়া এলাকায় অবস্থান করছে। সংবাদ মাধমে জানা গেছে, বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন ।
Leave a Reply