নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু বকর সিদ্দিক বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দুর্বার গতিতে এগিয়ে চলেছে দৈনিক সময়ের আলো পত্রিকাটি। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পত্রিকাটি ইতিমধ্যে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছে। শুভ কামনা জানিয়ে তিনি বলেন, শুনেছি-ইতিমধ্যে পত্রিকাটি সেরা দশে জায়গা করে নিয়েছে। আশা করি আগামী বছরে তালিকায় সেরা পাঁচ-এ জায়গা করে নিবে দৈনিক সময়ের আলো। শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আরও বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশ হয় মানুষের কল্যাণে। তাই দায়িত্বশীল সংবাদ পরিবেশন করে দৈনিক সময়ের আলো এগিয়ে যাক। সেই সাথে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে আগামীতে এভাবেই দৈনিক সময়ের আলো পত্রিকাটি সকলের হৃদয়ে স্থান ধরে রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।করোনার প্রাদুর্ভাবে স্বাস্থ্যবিধি মেনে ২ মার্চ ২০২১ মঙ্গলবার দৈনিক সময়ের আলো পত্রিকার দ্ইু বছর পূর্তি উপলক্ষ্যে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু’র সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি’র বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, জেলা পরিষদের সদস্য ফয়সল হাবিব সুমন, দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, শহর সমাজসেবা কর্মকর্তা মো. মাইনুল ইসলাম, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টি’র পরিচালক এনাম উল্ল্যাহ জ্যামী।দেশ টিভি জেলা প্রতিনিধি মো. আবুল কাশেম এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সময়ের আলো’র দিনাজপুর জেলার নিজস্ব প্রতিবেদক মো. আব্দুর রাজ্জাক। আলোচনা শেষে দৈনিক সময়ের আলো পত্রিকাটির দুই বছর পূর্তির কেক কাটা হয়। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ইদ্রিস আলী, ডেইলী স্টার এর জেলা প্রতিনিধি কংকন কর্মকার, দৈনিক যুগান্তরের প্রতিনিধি একরাম তালুকদার, ডিভিসি নিউজের প্রতিনিধি মোরশেদ আলম, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ, স্থানীয় দৈনিক খবর একদিন এর সম্পাদক মোফাচ্ছিলুল রাশেদ মিলন, নিউজ ২৪ এর প্রতিনিধি ফখরুল আলম পলাশ, দৈনিক সকালের সময়ের প্রতিনিধি মাসুদ রেজা হাই, এশিয়ান টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর শিক্ষাবোর্ডের সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল করিম চৌধুরী, দিনাজপুর পৌরসভার ১১নং ওয়ার্ড কাউন্সিলর সানোয়ার হোসেন সরকার, দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মো. মাসুদ আলম, জেলা বেকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক শামিম মো. শেখ, শহর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাসুদ রানা, শহর যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী পলাশ, কোতয়ালী ছাত্রলীগের আহবায়ক আহসানুজ্জামান চঞ্চল, ছাত্রলীগ নেতা আলিফ, জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মো. জাফর আলীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক নেতৃবৃন্দ।
Leave a Reply