শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন

মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পাবে ১২৭৩ পরিবার: রংপুরের ডিসি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ২৪৫ বার পঠিত

রংপুর প্রতিবেদক।- রংপুরের জেলা প্রশাসক (ডিসি) আসিব আহসান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বর্তমান সরকার জনগণে র কল্যানে নানামুখী কর্মসূচি গ্রহণ করেছেন। বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” বলে ইতিমধ্যেই ষোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর ঘোষনা বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা তৈরী করেছে। তারই ভিত্তিতে রংপুর জেলার আটটি উপজেলায় ১ম পর্যায়ে ২৮৮ টি এবং ২য় পর্যায়ে ৯৮৫ টিসহ মোট ১২৭৩ টি গৃহ তৈরী করা হচ্ছে। যার মধ্যে ৮১৯টি গৃহ আগামী ২৩ জানুয়ারী উদ্বোধন করা হবে। বাকি গৃহের কাজ শেষ হলে তা পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে। ফলে মুজিব বর্ষে রংপুর জেলায় ১২৭৩টি পরিবার পাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।
আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রংপুরের জেলা প্রশাসক এসব কথা বলেন।
এসময় রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা: শুকরিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: গোলাম রব্বানী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা, রংপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও যুগান্তর ব্যুরো প্রধান মাহবুব রহমানসহ রংপুরে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com