বজ্রকথা ডেক্স।- কারাগারে লেখক মোস্তাক আহমেদ এর মৃত্যু নিয়ে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া এসেছে বিভিন্ন মহল থেকে। লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে গত বৃহস্পতিবার রাতেও রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল হয়েছে। বামপন্থি কয়েকটি ছাত্রসংগঠনের উদ্যোগে বের হওয়া এ মিছিল থেকে তার মৃত্যুর জন্য সরকারকে দায়ী করা হয়েছে। লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গায়েবানা জানাজা হয়। জানাজায় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর প্রমুখ। জানাজার পূর্বে এক সমাবেশে মুশতাক আহমেদের ‘হত্যার বিচার’ ও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের দাবি জানানো হয়। ডা. জাফরুল্লাহ চৌধুরী তার বক্তব্যে বলেছেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট মৌলিক অধিকারের পরিপন্থী। এটা কোনোক্রমেই থাকতে দেওয়া যায় না। অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, আমরা এই হত্যাকান্ডের জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে দায়ী করছি। অবশ্যই এটা একটা জঘন্যতম আইন। যারা গুম-খুন করে, জুডিশিয়াল কিলিং করে, রাতের আঁধারে ভোট করে, তাদের বিরুদ্ধে কথা বললে যেই আইনের মাধ্যমে একজনকে রাষ্ট্রদ্রোহী হিসেবে দিনের পর দিন জেলে রাখা যায়, তা অবশ্যই কালো আইন। নুরুল হক নূর বলেছেন, আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, তাতে আমরা ঐক্যবদ্ধ না হলে আমাদের মৃত্যুও মুশতাকের মতো হবে। জোনায়েদ
সাকি বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন করে এই সরকার নাগরিকদের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছে। মুশতাকের হত্যাকান্ডের মধ্যে দিয়ে প্রমাণিত হয় এ সরকার জনগণের সরকার নয়।
সমাবেশ থেকে আগামী ৩ মার্চ প্রেস ক্লাব থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ পদযাত্রা করার ঘোষণাও দেন তিনি।
Leave a Reply