বজ্রকথা ডেক্স।- যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হলেন জো বাইডেন। এর মধ্য দিয়ে সারা বিশ্বে আলোচিত- সমালোচিত ডোনাল্ড ট্রাম এর পরাজয় নিশ্চত হলো। ভোট গ্রহণের চার দিন পর ৭ অক্টোবর রাতে প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন জয় পেয়েছেন। পেনসেলভেনিয়া রাজ্যে জয়ের মাধ্যমে ইতিহাস গড়লেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের অতীতে জো বাইডেনের মতো এত ভোট কেউ পাননি। পেনসেলভেনিয়ার ২০টি ইলেকটোরাল কলেজ ভোট জিতে মোট ২৮৪ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। কিছু রাজ্যে এখনো ভোট গণনা চলছে। এর মধ্যে জর্জিয়া ও নেভাদায় এগিয়ে থাকা বাইডেন এ দুই রাজ্যে জিতলে ৩০৬ ইলেকটোরাল কলেজ ভোট পাবেন। বিপরীত দিকে ডোনাল্ড ট্রাম্প গত রাত পর্যন্ত পেয়েছেন ২১৪ ইলেকটোরাল কলেজ ভোট। জানা যায় ১৯০০ সালের পর আমেরিকার কোনো নির্বাচনে এত মানুষ ভোট দেননি। ফলে বাইডেন রেকর্ডসংখ্যক পপুলার ভোট বা সাধারণ মানুষের ভোট পেয়েছেন। জানা যায় বাইডেন গতকাল পর্যন্ত পপুলার ভোট পেয়েছেন ৭ কোটি ৩০ লাখের বেশি। আমেরিকায় আর কোনো প্রেসিডেন্ট এত মানুষের ভোট পেয়ে নির্বাচিত হননি। বিপরীত দিকে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প পেয়েছেন প্রায় ৭ কোটি ভোট।
শুধু তা-ই নয়, জো বাইডেনের রানিং মেট হিসেবে থাকা কমলা হ্যারিসের ভাইস প্রেসিডেন্ট হওয়াও আরেক ইতিহাস। যুুক্তরাষ্ট্রের ইতিহাসে কমলা হ্যারিসই প্রথম নারী, কৃষ্ণাঙ্গ ও ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। এদিকে জয়ের প্রতিক্রিয়ায় বাইডেন বলেছেন, ‘নির্বাচনী কাজ শেষ হওয়ার পর এখন সময় রাগ, ক্ষোভ, প্রতিক্রিয়া পেছনে ফেলে এক জাতি হিসেবে কাজ করার। এখন সময় আমেরিকার ঐক্যের ও বিজয়ের। বিশ্বের সেরা এ দেশটিকে নেতৃত্ব দেওয়া অবশ্যই কঠিন কাজ। কিন্তু আমি কথা দিচ্ছি, আমি সব মার্কিনির জন্যই প্রেসিডেন্ট। যারা আমাকে ভোট দিয়েছেন আর যারা দেননি সবার জন্যই।’
Leave a Reply