-সুলতান আহমেদ সোনা
এক সময় বিশ্ব মোড়লদের শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাবার পর যুক্তরাষ্ট্র একক ভাবে বিশ্ব মাতবর হিসেবে সারা বিশ্বে ছড়ি ঘুড়িয়েছে । যুক্তরাষ্ট্র যখন যা মনে করেছে তখন তাই করেছে। অনেকের মতে যুক্তরাষ্ট্র এখনো এক নম্বর শক্তিধর দেশ এবং একক মাতব্বর! যে কারনে মধ্যপ্রচ্যে যুদ্ধ সংঘাতে মুসলিমদেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিলিস্তিনীরা ইসরাইলের হাতে মার খাচ্ছে। আফগানিস্তানে তালেবানদের সাথে এখনো লড়ে যাচ্ছে। চীনকে আক্কেল দিতে আঞ্চলিক শক্তি ও মিত্রদের সাথে গাইটছড়া বেধে এখন মাঠে রয়েছেন। অন্যকোন শক্তিধরদেশ পাত্তাই পাচ্ছে না যুক্তরাষ্ট্রের কাছে। তবে বর্তমান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন অবশ্য সেটা মনে করেন না। তার মতে একক ভাবে মাতবরি করার ক্ষমতা এখন আমেরিকার নেই। এটা বলার অবশ্য অনেক কারণ রয়েছে। বলতে বাধা নেই,রাশিয়া তাদের দূর্বলতা অনেকটা কাটিয়ে উঠেছে। তাদের মিত্রের সংখ্যাও বেড়েছে। আর্থিক অবস্থা অনেকটা মজবুত। আমেরিকাকে চ্যালেঞ্জ জানাবার মত সামর্থ তার রয়েছে। যার প্রমাণ দিতে পেরেছে মধ্যপ্রচ্যে। চীন রাশিয়ার ভালোবন্ধু, তুরস্কের সাথে সম্পর্কটাও মন্দ নয়,সিরিয়ায় ঘাটি গেড়ে বসতে পেরেছে রাশিয়া, ইরানের সাথে সম্পর্কটা যেন আমে দুধে ,দক্ষিণ-পূর্ব এশিয়ার মিত্রশক্তি উত্তর কোরিয়া ভালোই খেলা দেখাচ্ছে।
আর একটি বিষয় লক্ষ্য করার মত তা হচ্ছে, সারা বিশ্বেই করোনাসহ নানা ইসুতে উত্তেজনা, অস্থিরতা, সংকট বিরাজ করছে; বিরোধ বৃদ্ধি পাচ্ছে। প্রভাবশালী রাষ্ট্রগুলোর অদৃশ্য ইঙ্গিতে শক্তিবৃদ্ধিতে মনযোগ দিয়েছে প্রায় সবদেশই। অস্ত্র তৈরী, অস্ত্র প্রদর্শন, নতুন নতুন অস্ত্রের ক্ষমতা পরীক্ষা করা এবং অস্ত্রের কার্যকারিতা প্রমাণে অনেক দেশই সক্রিয় রয়েছে। ইরানকে নানা ভাবে নাজেহাল করতে যুক্তরাষ্ট্র তৎপর রয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলো শান্তিকামী দেশ হলেও বর্তমানে সংঘাতের দিকে অগ্রসর হচ্ছে। অস্ত্র ক্রয়ের দিকে মনযোগ দিয়েছে। এই অঞ্চলের দেশ মিয়ানমার রোহিঙ্গা সমস্যার সমাধান না করে নানা ছলছুতায় প্রতিবেশীদের দেশের সাথে সংঘর্ষ বাঁধাবার চেষ্টা করছে। লাদখ নিয়ে চীন – ভারত মুখোমুখি এখন। কাশ্মিরকে সামনে রেখে পাকিস্তান কক ফাইট করার প্রস্তুতি নিচ্ছে। কৃষ্ণসাগরে তেল গ্যাস অনুসন্ধান নিয়ে তুরস্ক,গ্রীস, মিসর,দ্বন্ধে লিপ্ত হয়েছে। ইরানপন্থি হুতি আর সৌদি আরব সমর্থিত ইয়ামেনীরা দীর্ঘসময় ধরে আত্মঘাতি যুদ্ধে লিপ্ত রয়েছে।
অপর দিকে ইউরোপের দেশ ফ্রান্স এর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইসলাম বিরোধী কথা বলে মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় তুলে দিয়েছেন। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনকে মত প্রকাশের স্বাধীনতা হিসেবে প্রতিষ্ঠা করার যে কসরত তাতে ক্ষব্ধ হয়েছে সারা দুনিয়ার মুসলমান।
ককেশাস অঞ্চলে আমেনিয়া ও আজারবাইজান নাগোর্নো-কারাবাখ নিয়ে যুদ্ধে লিপ্ত হয়েছে।আশংকা করছি নিকট ভবিষ্যতে এই সব ঘটনা,পরিস্থিতি গোটা বিশ্বকে অস্থিরতার দিকে ঠেলে দেবে তাতে কোনই সন্দেহ নেই। আমরা কখনোই যুদ্ধ চাই না। অস্থিরতার পক্ষে নই। বিশ্বে যে ভাবে অস্ত্রের প্রদশনী চলছে এবং শক্তির মহড়া দেয়া হচ্ছে তা মোটেই ভালো ইঙ্গিত বহন করছে না। প্রশ্ন উঠতেই পারে, তাহলে কী বিশ্বসমাজ তৃতীয় বিশ্বযুদ্ধের মুখ দর্শন করতে যাচ্ছে ?
আর একটা বড় যুদ্ধ লাগুক সেটা কোন বিবেবেবান , বুদ্ধিমান মানুষ চায়না। সকলেই চায় শান্তি।
Leave a Reply