শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:২৪ অপরাহ্ন

যুব সমাজকে মাঠমুখী করতে সর্বাত্মক গুরুত্ব দিচ্ছে সরকার -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ২০০ বার পঠিত

ফজিবর রহমান বাবু।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বাংলাদেশের সীমান্তবর্তী জেলা দিনাজপুর। সীমান্তবর্তী জেলায় হওয়ায় মাদকের ঝুকিতে রয়েছে যুব সমাজ। আর সেই যুব সমাজকে মাঠ মুখি করার জন্য সর্বাত্মক গুরুত্ব দিচ্ছে সরকার। কারন আমাদের যুব সমাজ যাতে মাদকের ছোবলে না পড়ে। সেদিকে লক্ষ্য রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ক্রীড়াঙ্গণে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। সেই সাথে কাহারোল-বীরগঞ্জ উপজেলাতেও অনেক খেলোয়াড় রয়েছে যারা দেশের নাম উজ্জ্বল করবে। ১২ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার কাহারোল বলরামপুর দাখিল মাদরাসা মাঠে সুকানদিঘী সোনালি যুব উন্নয়ন সংঘ ও পাঠাগার এর আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট এর চ‚ড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরপর চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন এমপি গোপাল।খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহারোল থানার ওসি মো. ফেরদৌস আলী, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আসিফ রেজা রুবেল, রামচন্দ্রপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সুশিল চন্দ্র রায় প্রমুখ। খেলায় প্রথমে ব্যাট করতে নামে ফারুক একাদশ। ২০ ওভার বল খেলে ১১৮ রান সংগ্রহ করে। জবাবে দ্বিতীয় ধাপে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১২০ রান করে নেহাল রাজিং স্টার। এতে ৬ উইকেটে চ্যাম্পিয়ন নেহাল রাজিং স্টার। এদিকে কাহারোল রামচন্দ্রপুর ইউনিয়নে সোনালি যুব উন্নয়ন সংঘ ও পাঠাগার উদ্বোধন ও মুকুন্দপুর ইউনিয়নে আনন্দ মার্গ প্রচারক সংঘ মুকুন্দপুর আশ্রমে মহান দার্শনিক ধর্মগুরু শ্রীশ্রী আনন্দ মুর্ত্তিও স্মরণে “নীলকন্ঠ দিবস” উপলক্ষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com