সুলতান আহমেদ সোনা।– রংপুরের পীরগঞ্জ উপজেলায় বিদ্যাশিক্ষার বেহাল অবস্থা চলছে!
এই উপজেলায় বেশ কিছু পন্ডিত, আশির দশক থেকে শুরু করে এ পর্যন্ত, পাড়া গাঁয়ের সহজ সরল মানুষদের পটিয়ে, তাদের পরিজনকে চাকুরী দেয়ার কথা বলে জমি জমা লিখে নিয়ে কোন মতে ঘর তুলে, স্কুল/ মাদ্রসার সাইনবোর্ড ঝুলিয়ে শিক্ষক নিয়োগের দোকান খুলে বসেছিলেন। সেই দোকানদারগণ এখনো তৎপর রয়েছেন।
এদিকে জামিদাতাদের পরিবার- পরিজনরা শেষ পর্যন্ত চাকুরী না পেলেও দোকানদাররা ভালো ব্যবসা করেছেন বলে জনশ্রুতি রয়েছে ।
দুঃখজনক হলেও সত্য, স্কুল গুলোতে কাম্য শিক্ষার্থী না থাকলেও নিয়োগ বানিজ্য চলছে জমজমাট ভাবে। তাতে স্থানীয় কর্তাও বেশ খুশি !
অভিযোগ রয়েছে, পীরগঞ্জ উপজেলার স্কুল/মাদ্রাসাগুলোতে শিক্ষক ও শিক্ষক মানোমালিন্য রয়েছে, প্রধান শিক্ষক ও ম্যানেজিং সভাপতির মধ্যে রেশারেশি রয়েছে, ম্যানেজিং কমিটির সভাপতি বনাব অভিভাবক সদস্যদের মধ্যে দ্বন্দ্ব- বিবাদ চলমান আছে। তার মধ্যে ঘোলা পানিতে মাছ শিকার করছেন অনেকেই।
আজ জানাবো একটি স্কুলের করুণ কাহিনী। স্কলটির নাম “ছাতুয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়”। ছবিতে দেখুন স্কুলের সাইন বোর্ডের অবস্থা!
এ সব নিয়ে কারো কোন মাথা ব্যথা নেই। সুত্র বলেছে, মাধ্যমিক শিক্ষা বিভাগ এই স্কুলের সমস্যা, সংকট,বিরোধ নিয়ে ছিপ ফেলে বসে আছেন! স্কুলের বিরোধ আদালত পর্যন্ত গড়িয়েছে। (চলবে)
Leave a Reply