বজ্রকথা প্রতিনিধি।- গত ২৩ মার্চ/২৪খ্রি: শনিবার রংপুরের অন্যতম প্রধান সাহিত্য পত্রিকা অঞ্জলিকা সাহিত্যপত্রেরে আয়োজনে ইফতার ও দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে অঞ্জলিকা সাহিত্যেপত্রের সম্পাদক কবি দিলরুবা শাহাদৎ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, রমজানের বিশেষ আলোচনা, হামদ , নাত ও কবিতা পাঠের আসর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অঞ্জলিকার পৃষ্টপোষক, বিশিষ্ঠ শিল্পপতি, সমাজ সেবক ভিআইপি শাহাদৎ হোসেন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক এ এইচ এম শরীফ।
এদিন অঞ্জলিকার সম্পাদক বিশিষ্ঠ সাংবাদিক মোঃ মাহবুবুল ইসলামের সঞ্চালনায় ও রওশন আরা সোহেলীর নাতে রাসুলের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ঠ সাহিত্যিক অধ্যাপক শাহ আলম, কবি ও লেখক ডাঃ মফিজুল ইসলাম মানটু, কবি মোঃ রাজু আহমেদ, সঙ্গীত শিল্পী মোঃ এমাদ উদ্দিন, সাপ্তাহিক বজ্রকথার সম্পাদক ও প্রকাশক সুলতান আহমেদ সোনা।
অনুষ্ঠানে স্থানীয় কবিগণ স্বরচিত কবিতা পাঠ করেন।দোওয়া শেষে সকলে ইফতারে সামিল হন।
Leave a Reply